বাংলা হান্ট ডেস্কঃ একেবারে ভর দুপুরে রক্তরক্তি কান্ড হুগলির (Hooghly) কোন্নগরের মনসাতলা এলাকায়। দিনকাল ভালো নয়! তাই স্বামীকে সঙ্গে নিয়েই রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন উত্তরপাড়ার বাসিন্দা এক মহিলা (Woman)। বছর চল্লিশের এক ব্যক্তি মাসিক ৭ হাজার টাকার বিনিময়ে এই চাকরির প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু ওই যে কথায় আছে না, ‘যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়!’
ইন্টারভিউ দিতে গিয়ে হুগলিতে (Hooghly) যৌন লালসার শিকার মহিলা
এদিন ইন্টারভিউ (Interview) দিতে আসা মহিলার সাথেও ঘটল ঠিক এমনই ঘটনা। স্ত্রী ইন্টারভিউ দিতে ঘরে ঢোকায়, স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢুকতেই ওই ব্যক্তির যৌন লালসার (Physical Harassment) শিকার হন। নিজেকে বাঁচাতে কোনো উপায় না পেয়ে,হাতের কাছে থাকা ব্লেড ওই ব্যক্তির যৌনাঙ্গে (Private Part) চালিয়ে দেন মহিলা।
এরপরেই তিনি দরজা খুলে ‘বাঁচাও-বাঁচাও’ বলে চিৎকার করে বেরিয়ে আসেন। চিৎকার শুনে এলাকার (Hooghly) লোকজন বেরিয়ে এসে দেখেন একেবারে রক্তারক্তি কান্ড। ওই ব্যাক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। আর একজন মহিলা অর্ধনগ্ন অবস্থায় রয়েছেন। তাঁর জামা কাপড় ছেঁড়া-ফাটা।
নির্যাতিতা মহিলার অভিযোগ, ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি ঘরে ঢুকতেই আচমকা দরজার ছিটকিনি আটকে দেন ওই ব্যক্তি। দরজা বন্ধ করার কারণ জানতে চাইলে তিনি বলেন মশা ঢুকছে। এরপর মহিলা সবে চেয়ারে বসে মোবাইল ঘাঁটছিলেন। এমন সময় হঠাৎ করে তার পিছনে এসে কথা বলতে বলতেই উলঙ্গ হয়ে তাকে জাপটে ধরে অভিযুক্ত ব্যক্তি। মহিলার অভিযোগ ওই ব্যক্তি তাকে ধর্ষণ করার চেষ্টা করছিলেন। ওই মুহূর্তে নিজেকে বাঁচাতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে পালিয়ে আসেন তিনি।
আরও পড়ুন: সকাল থেকেই অ্যাকশন শুরু! কালীঘাটের কাকুকে নিয়ে যা করছে CBI…
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারাই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নির্যাতিতা মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি আদতে চুঁচুড়ার বাসিন্দা হলেও হুগলির (Hooghly) কোন্নগরের একটি বাড়িতে ভাড়া থাকেন। বিগত দুই বছর ধরে কোন্নগরে ভাড়া থাকছেন তিনি। সেখানেই এসি টিভি রিপেয়ারিং এবং কিচেন চিমনি রিপেয়ারিং-এর কাজ করতেন। কিচেন চিমনি সারাতে গিয়ে ওই ব্যক্তির সাথে উত্তরপাড়ার ওই মহিলার পরিচয় হয়েছিল। সেই সূত্রেই রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউর দিতে গিয়েছিলেন ওই মহিলা। আর তখনই তিনি ওই ব্যক্তির যৌন লালসার শিকার হন বলে অভিযোগ।