করোনা পরবর্তী সময়ে বলে থুতু কিংবা লালার ব্যবহারে নিষেধাজ্ঞা! শচীন দিলেন নতুন প্রস্তাব।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু হলে ক্রিকেটে বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল বলের পালিশ ধরে রাখতে বলে থুতু কিংবা লালার ব্যবহার করা যাবে না। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু হলে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে। সেই কারণেই করোনা পরবর্তী সময়ে বলের পালিশ ধরে রাখতে বলে থুতু কিংবা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। আইসিসির এই নিয়মের ফলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন বোলাররা। এবার বোলারদের সমস্যার দিকটি তুলে ধরে বোলারদের পক্ষে সওয়াল করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বলে লালা কিংবা থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর বলের পালিশ ধরে রাখার জন্য কিংবদন্তি শচীন টেন্ডুলকার দুটি প্রস্তাব দিয়েছেন। প্রথমটি হল: যেহেতু বলে লালা কিংবা থুতুর ব্যবহার করতে পারবেন না বোলাররা তাই বলের পালিশ চকচকে রাখার জন্য বলে মোম দিয়ে বল ঘষে চকচকে রাখা যাবে।

225530260cac497769b4a9bc40e3c7d357a3b56153640e08e3a846f5dbf28f327b67b3d80

দ্বিতীয়টি হল টেস্ট ক্রিকেটে বোলিং সাইড সাধারণত 80 ওভার পরপর নতুন বল নিতে পারেন। কিন্তু যেহেতু বলে থুতু কিংবা লালার ব্যবহার করে বলের পালিশ চকচকে করতে পারবে না বোলাররা, তাই 80 ওভারের পরিবর্তে প্রতি 50 ওভার পর পর নতুন বল দেওয়ার প্রস্তাব রাখলেন শচীন টেন্ডুলকার। কয়েকদিন আগে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি বিশেষ বৈঠক করে ক্রিকেটকে সুরক্ষিত রাখার জন্য বলে থুতু কিংবা লালার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দিয়েছিল। ইতিমধ্যেই সেই প্রস্তাবে সরকারি ভাবে সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর