বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের কারনে এই মুহুর্তে গোটা দেশ জুড়ে চলছে অর্থনৈতিক টানাপোড়েন। অনেকেই কর্মহীন ও উপার্জন নেই। এই পরিস্থিতিতে বিমার টাকা ভরা অনেকের পক্ষেই সম্ভব নয়। এবার দেশের জনগনকে জোড়া স্বস্তি দিল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC। একদিকে তারা যেমন জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে নিয়ম মেনে পাওয়া যাবে বিমার টাকা, পাশাপাশি মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা ঘোষনা করা হয়েছে।
লাইফ ইন্সুইরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে বিমার টাকার জন্য পরিজনদের বেশী কাঠখড় পোড়াতে হবে না।অগ্রাধিকারের ভিত্তিতে গ্রাহকদের অর্থের ব্যবস্থা করবে ভারতীয় জীবন বিমা নিগম।
শনিবার এলআইসি (Life Insurance Corporation of India) কর্তৃপক্ষ প্রেস বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা আগেই বাড়ানো হয়েছিল। এবার মার্চ এবং এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে L.I.C । নতুন করে বেড়েছে ফেব্রুয়ারী মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা । ২২ মার্চ থেকে বেড়ে এখন তা ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
পাশাপাশি, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এলআইসির ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবেন। অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাংকের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে।
রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা এখন নিখরচায় এলআইসির ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। তাছাড়া কারও পক্ষে অনলাইনে প্রিমিয়াম দেওয়া সম্ভব না হলে অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাংকের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে।
এছাড়াও যে সমস্ত গ্রাহকদের পলিসি এই লকডাউন চলাকালীন ম্যাচিউর হচ্ছে, তাঁদেরও টাকা পেতে কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে L.I.C। এছাড়াও কোনও পলিসি বন্ধ হয়ে গিয়ে থাকলে কোনও কারণ না দেখিয়েই অনলাইনে তা চালু করা যাবে।