বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।
আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।
শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া সব রকম পরিষেবা কেই এখন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি রাজ্য সরকার। এছাড়াও করোনার সংক্রমণ এড়াতে কোনরকম জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। সেকারণেই লকডাউনে যেসব দম্পতিরা বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা পড়েছেন সমস্যায়। লকডাউনের জেরে বাতিল হয়েছে প্রচুর বিয়ে।
কিন্তু লকডাউন এ বিয়ে বাতিল না করে এক অভিনব পদ্ধতির মাধ্যমে বিবাহ সেরে নজির গড়লেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এক পরিবার। বিবাহের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিয়েছেন ওই দম্পতি, অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের কয়েকজন ও কাজী মিলে সারেন তাদের নিকাহ।