বাংলা হান্ট ডেস্কঃ চলছে লকডাউন। এক বিশাল সময় ধরে শিক্ষার্থীদের ঘরে বসে থাকার দিনগুলো যেন তাদের মাথায় পাথরের মত নেমে আসছে। অভিভাবক মহল উদ্বিগ্ন। শিক্ষার্থীরা চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু করোনাভাইরাস এর দাপট যেন কিছুতেই কমছে না।
দ্বিতীয় ঢেউ তার মাঝেই তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যালয়গুলির সম্ভাবনা কম ।এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নজির গড়লেন এক মাদ্রাসার শিক্ষক। বিগত প্রায় মাসখানেক ধরে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সুন্দর শিক্ষাদানের ব্যবস্থা করে চলেছেন। সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে এসে মাষ্টারমশাই হয়ে উঠেছে এক আগন্তুক এর মতন। হারিয়ে যাওয়া কিছু স্মৃতি যেন তারা আঁকড়ে ধরতে চাইছে বারবার।
ঘটনাটি ঘটেছে গ্রাম পাকুরিয়া থানা কালিয়াগঞ্জ পোস্ট অফিস ধনকৈল হাট জেলা উত্তর দিনাজপুর। অমিত কুমার সরকার শিক্ষক জানিয়েছেন সমস্ত রকম করণা বিধিকে মাথায় রেখেই তিনি তাদেরকে উজ্জীবিত রাখছেন বিভিন্ন শিক্ষা দানের মাধ্যমে। অভিভাবকরাও তাকে বিভিন্নভাবে সাহায্য করছেন। তারা খুব খুশি এমন এক মাস্টারমশাই কে পেয়ে।