রোহিত পারছিলেন না, কোহলি এসে পাতলেন ফাঁদ, ছন্দে ফিরলেন সিরাজ, ড্রেসিংরুমে ফিরলেন পাক ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে টসে জিতে রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ১০ ওভারে পিচের আচরণ দেখে বোঝা গিয়েছে যে খুব ভালো বোলিং না করলে ব্যাটাররাই রাজ করবেন এই উইকেটে। আশা করা যায় দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাটিংয়ের সময় ও পরিস্থিতি একই রকম থাকবে। পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক এবং আবদুল্লা শফিক রীতিমতো আগ্রাসী ব্যাটিং করছিলেন।

বুমরা একদিক থেকে পাকিস্তানের রানের গতিকে আটকে রাখছিলেন। কিন্তু শামির অনুপস্থিতিতে সিরাজকে আগের আফগানিস্তান ম্যাচের মতোই সাদামাটা দেখাচ্ছিল। তার ওভারগুলিতে পাক ওপেনাররা সহজেই রান তুলছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় ম্যাচের অষ্টম ওভারে।

সেই ওভার শুরু হওয়ার আগে বিরাট কোহলি এগিয়ে এসে রোহিত শর্মার সঙ্গে কিছু কথা বলেন এবং তারপর দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সিরাজের কিছু আলোচনা হয়। এরপর ভারতের ফিল্ড পরিবর্তন হয় এবং শর্ট বোলিংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় ফিল্ডার রাখা হয়।

সিরাজের ওই ওভারের প্রথম পাঁচ ডেলিভারি ছিল একটু ব্যাক অফ দ্য লেংথে। কিন্তু ষষ্ঠ বলে দেখা যায় চমক। শর্ট বলের জন্য আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ শতরান করা তরুণ পাক ওপেনার আবদুল্লা শফিক (২০)। কিন্তু সিরাজ এবার লেংথ সামনের দিকে রাখেন এবং ডেলিভারির লাইন মিস করতেই বল লাগে আবদুল্লার প্যাডে।

সিরাজ আপিল করতেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার বিনা দ্বিধায়। অধিনায়ক না থেকেও বিরাট কোহলির ভূমিকাটা ভারতীয় দলে কতটা সেটা আরো একবার বোঝা গেল এই ঘটনার পর। তবে প্রতিবেদনটি লেখার সময় পাক অধিনায়ক বাবর আজম এসে নিজের অফফর্ম কাটানোর জন্য মরিয়া হয়ে ব্যাটিং করছেন। ইতিমধ্যেই কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি পেয়েছেন তিনি। তাকে দ্রুত ফেরানোর উপায় খুঁজে বার করতে হবে ভারতীয় দলকে। হার্দিক পান্ডিয়ার বলে ১৩ তম ওভারে দ্বিতীয় ওপেনার ইমাম উল হক (৩৬) ফিরে গিয়েছেন ঠিকই। কিন্তু এই মুহূর্তে ফ্রিজে রয়েছে ভয়ংকর রিজওয়ান-বাবর জুটি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর