বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। গ্রুপটির শীর্ষে থেকেই পরের পর্যায়ে টিকিট পেয়েছে ভারত। ভারতের সাম্প্রতিক পারফর্মেন্স দেখে খুশি ভারতীয় সমর্থকরাও। কিছু ভুল ত্রুটি বা চিন্তার জায়গা যে এখন নেই তা নয়, কিন্তু ইতিবাচক দিকগুলি এতটাই শক্তিশালী যে আপাতত সেই নিয়ে সমর্থকদের কেউ খুব একটা ভাবতে রাজি নন।
সেই ইতিবাচক দিকের একটা বড় অংশ হলেন সূর্যকুমার যাদব। গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি যেরকম আগ্রাসে ব্যাটিং করছেন তা দেখে স্বাভাবিকভাবেই খুবই আনন্দিত ভারতীয় ক্রিকেটভক্তরা। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে তার অনন্য সাধারণ ব্যাটিং দিয়ে তিনি সকলকে মুগ্ধ করেছেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল ক্রিকেটের যাবতীয় ব্যাকরণকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছেন তিনি।
তার ব্যাটিং শৈলিতে মুক্ত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ভারতীয় পতাকার সাথে সাথে তার ব্যাটিংয়ের তালে তালে গেরুয়া পতাকাও আন্দোলিত হতে থাকে মেলবোর্নের আকাশে। বিরাট কোহলি পর্যন্ত নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি সূর্যকুমারের ব্যাটিং দেখে। ম্যাচ এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অকৃত্রিম বিস্ময় সকলের সামনে তুলে ধরেছেন কোহলি। সেই সঙ্গে ভাইরাল হয়েছে সূর্য কুমার যাদবের ব্যাটিং এর সময় গ্যালারিতে গেরুয়া পতাকা আন্দোলনের দৃশ্যও।
Superb Surya!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xfancraze.
Visit https://t.co/8TpUHbQikC today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/EMo1LVMxKv
— ICC (@ICC) November 6, 2022
সূর্যের এই বছরের কীর্তিসমূহ:
১. আইসিসি ক্রমতালিকায় পয়লা নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হয়েছেন
২. এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয়দের দ্বারা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েছেন
৩. প্রথম ভারতীয় যিনি এক ক্যালেন্ডার বর্ষে এক হাজারের টি-টোয়েন্টি রান করেছেন
৪. ২০২২ সালে বিশ্বে সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রহকারী (১০২৬)
৫. ২০২২ সালে সর্বাধিক ৫০ বা তার অধিক স্কোর (১০)
৬. ২০২২ সালে ভারতের হয়ে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার (৬)