করোনার সময় পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ ১ লক্ষ মহিলা! এখনো মেলেনি ৫৬ হাজারের খবর

বাংলা হান্ট ডেস্কঃ অতিমারিকালে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে নিখোঁজ প্রায় ১ লাখ নারী (Women)। ভয়ঙ্কর এই তথ্য সামনে আসতেই হতবাক সকলে। নিখোঁজ যাওয়া লক্ষাধিক মহিলার মধ্যে ৪৪ হাজার জনের খোঁজ মিললেও এখন নিখোঁজ ৫৬ হাজারেরও বেশি নারী। আর না আছে সরকারের কাছে তাঁদের বিষয়ে কোনো তথ্য। সম্প্রতি সংসদীয় কমিটির তোলা এক প্রশ্নের দরুন এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক (Central Home Ministry) তরফে।

জেনে নিন সরকারি তথ্য কী বলছে : সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হয়েছিলেন ৫৪,৪৪৮ জন মহিলা । ২০২০ সালে সেই সংখ্যাটা কিছুটা কমে হয় ৫১,৫৯৯। এদিকে ২০১৯ সালে নিখোঁজ হয়ে যাওয়া নারীদের মধ্যে থেকেও ২৩,০৪৮ জনের খোঁজ মেলেনি। ২০২০ সালে সেই সংখ্যাটা ২২,৬৯৪। ২০২১ সালে নিখোঁজ হন বাংলার ৫০,৯৯৮ জন মহিলা। এদের মধ্যে খোঁজ মিলেছে ২১,৪৯৭ জনের।

শুধু পশ্চিমবঙ্গই নয়, সরকারি তথ্য অনুযায়ী , মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকেও করোনাকালে নিখোঁজ হয়েছেন লক্ষাধিক মহিলা। এর মধ্যে মহারাষ্ট্র থেকে নিখোঁজ হওয়া মহিলার সংখ্যা ৭৭ হাজার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, ‘বিগত বছরের তুলনায় মহিলা নিখোঁজ হওয়ার ঘটনা কিঞ্চিত কমেছে। তবে তাঁর সঙ্গে নিখোঁজ মহিলাদের খুঁজে বেররা ক্ষেত্রেও পতন দেখা গিয়েছ। এটা চিন্তার বিষয়।’

missing women

বিগত কয়েক বছরে বিগত বছরে নাবালিকাদের পাচার রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এই আবহে লক্ষাধিক প্রাপ্তবয়স্ক মহিলার রাজ্য থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্র সরকার। অন্যদিকে কেন্দ্রের এই অভিযোগ মানতে নারাজ রাজ্য। কেন্দ্রের এই পরিসংখ্যান বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্তা জানান, অনেক ক্ষেত্রেই নিখোঁজ মহিলা বাড়ি ফিরে এলেও তাঁর পরিবারের লোকেরা পুলিশকে সেখথা জানায় না। এই আবহে খাতায় কলমে অনেক মহিলাই  নিখোঁজ থেকে যাচ্ছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর