পুজোতে বেড়াতে যাচ্ছেন! সাথে খুদেও রয়েছে, তাহলে ব্যাগে ভরে নিন এই জিনিস, এগুলি সঙ্গে রাখা মাস্ট

বাংলা হান্ট ডেস্ক : বছরভর কাজের চাপ, সংসারের দায়িত্ব, বাচ্চা কাচ্চাদের পড়াশোনার চাপে বাইরে ঘোরা (Travel) আর হয়ে ওঠে না। কিন্তু পুজোর ছুটির স্বাদ কোনোভাবেই মিস হতে দেওয়া যাবে না। তাই কেউ কেউ লোটা কম্বল গুটিয়ে ছোটেন দূরে কোথাও ভ্রমণে (Travel)। আবার কেউ কেউ নিজের শহরে থেকেই ঘুরে ঘুরে ঠাকুর দেখে ছুটি উপভোগ করেন। মধ্যকথা শহর হোক কিংবা শহরের বাইরে ঘুরতে (Travel) যাচ্ছেনই। তবে সঙ্গে যদি খুদে থাকে তাহলেই হতে হবে সাবধান।

বাচ্চা নিয়ে ঘুরতে (Travel) গেলে ব্যাগে কি কি রাখবেন?

কোলে বাচ্চা নিয়েই ঘুরুন কিংবা পায়ে হাঁটিয়ে ঘুরুন, ছোট্ট সদস্যটির জন্য বিশেষ খেয়াল রাখতেই হয়। বিশেষ করে ব্যাগ গোছানোর ক্ষেত্রে এই খেয়াল রাখা উচিত। কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঘুরতে গেলেই নিয়ে যাবেন। নইলে বাচ্চার জন্য সমস্যায় পড়তে হতে পারে।

বাচ্চাদের জন্য কি কি জিনিস নেবেন ব্যাগে:

১) বেশি করে জামাকাপড় নিন:

ছোটদের নিয়ে ঘরের বাইরে বেরিয়েছেন এক্ষেত্রে বিশেষ খেয়াল তো রাখতেই হবে। সবার আগে কিছু এক্সট্রা জামা রাখা উচিত। আর দূরে কোথাও গেলে তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ খেতে গিয়ে হোক কিংবা খেলতে গিয়ে কোন না কোন কারনে জামা কাপড় নষ্ট হয়ে যায়। তাই সে ক্ষেত্রে একটু বেশি করে জামা রাখা উচিত।

২) ডায়াপার এবং ওয়াইপস:

বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে সে ক্ষেত্রে ডায়াপার রাখা মাস্ট। বাচ্চারা ঘনঘন মূত্রত্যাগের কারণে তা লিকেজ হতে পারে। শুধু তাই নয়, একইসাথে ছোট বাচ্চা হওয়ার ফলে পেটের গোলযোগ সর্বদা লেগে থাকে। তাই যেখানেই যান না কেন ডায়াপার এবং ওয়াইপস সঙ্গে রাখবেন।

আরও পড়ুন : বিপুল কর্মসংস্থানের সুযোগ Rail’য়ে! উচ্চমাধ্যমিক পাশেই বাজিমাত! সময় কম, আবেদন করুন ঝটপট

৩) খেলনা:

বর্তমান যুগে বাচ্চারা মোবাইলের নেশায় আসক্ত। কিন্তু কোথাও ঘুরতে গেলে এমন নেশা ঘুরতে যাওয়া নষ্ট করতে পারে। তাই মোবাইল না দিয়ে কিছু খেলনা কিংবা যদি তৎক্ষণাৎ ছবি ছাপার ক্যামেরা থাকে সেগুলি ব্যবহার করতে দিন। এতে করে বাচ্চারা ঘোরা উপভোগ করতে পারবেন।

Travel

৪) ড্রাই ফুড:

মনে রাখবেন, খুদেরা কখনোই পেট ভরা খাবার খায় না। এরফলে তাদের বারবার খিদে পায়। আর সেজন্য কিছু ড্রাই ফুডস কিংবা স্ন্যাকস জাতীয় খাবার রেখে দিতে পারেন। এতে করে বাচ্চার খাওয়া নিয়ে কোন চিন্তা থাকবে না।

৫) ওষুধ:

ঘুরতে গেলে ওষুধ পত্র রাখা অত্যন্ত জরুরি। আর সঙ্গে যদি কচিকাঁচা থাকে তাহলে তো আরো বেশি করে রাখা উচিত। প্রাথমিক চিকিৎসার জন্য ওয়েলমেন্ট, তুলো, ব্যান্ডেড, পেটে ব্যথা, জ্বর, সর্দি-কাশির ওষুধ রেখে দিন। তাতেই চলবে!

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর