প্রেম করে বিয়ে করেও মন টিকল না, পরকীয়ায় শিলমোহর দিয়ে নতুন প্রেমিকার সঙ্গে ছবি দিলেন দুর্নিবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনুরাগীদের মন ভাঙলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত‍্যি করে নতুন সম্পর্কে জড়ানোর খবর স্বীকার করলেন জনপ্রিয় গায়ক। চর্চিত প্রেমিকা ঐন্দ্রিলা সেনই (Oindrila Sen) এদিন দুর্নিবারের সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করে সবটা স্বীকার করেন। স্ত্রী মীনাক্ষি মুখোপাধ‍্যায়ের (Minakshi Mukherjee) সঙ্গে বিচ্ছেদটা এবার পাকাই করে ফেলছেন দুর্নিবার।

সঙ্গীতজগতের প্রিয় জুটি ছিলেন দুর্নিবার মীনাক্ষি। প্রেম করে বিয়ে সেরেছিলেন দুজনে। কয়েক বছর লিভ ইন করার পর মাত্র এক বছর হয়েছে সামাজিক ভাবে বিয়ে সেরেছিলেন দুর্নিবার মীনাক্ষি। বছর ঘুরতে না ঘুরতেই সংসারে ফাটল ধরে তাঁদের। অভিযোগ ওঠে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার।


প্রেমিকাও বিনোদন দুনিয়ারই মানুষ। তবে তিনি অভিনেত্রী বা সঙ্গীতশিল্পী কোনোটাই নন। ঐন্দ্রিলা সেনের পরিচয়, তিনি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় পার্সোনাল ম‍্যানেজার। বিনোদন জগতের সঙ্গে নিত‍্য ওঠাবসা তাঁর। এত দিন ধরে ঢাকঢাক গুরগুরের পর ঐন্দ্রিলাই খবরটা ফাঁস করলেন।

দুর্নিবারকে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘যখন তুমি আশেপাশে থাকো তখন জীবনটা সুন্দর হয়ে ওঠে। ধন‍্যবাদ আমার জীবনে এসে আমার জগৎটাকে দারুন করে তোলার জন‍্য। হ‍্যাঁ, আমি তোমাকে ভালবাসি!’ এরপরেই ঘোষনা করেছেন ঐন্দ্রিলা, দুর্নিবার চিরদিনের জন‍্য তাঁর। এবার আসল গল্পটা লিখুন। উত্তরে দুর্নিবার লিখেছেন, ‘নিয়তি। তোমাকে ভালবাসি। মনে রেখো, আমি আরো বেশি ভালবাসি।’


না, নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে আলাদা করে কোনো পোস্ট করেননি দুর্নিবার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রাক্তন স্ত্রী মীনাক্ষির সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি। যদিও বিচ্ছেদের ব‍্যাপারে সরাসরি কোনো কথাই বলেননি দুর্নিবার মীনাক্ষি।


২০১৫ তে প্রথম আলাপ হয় দুর্নিবার মীনাক্ষির। তার দু বছর পর রেজিস্ট্রি ম‍্যারেজ সেরে নিয়েছিলেন দুজনে। চার বছর একসঙ্গে কাটানোর পর ২০২১ এর ফেব্রুয়ারিতে সাত পাক ঘোরেন দুর্নিবার মীনাক্ষি।

X