‘মহাভারত’এ দ্রৌপদীর বস্ত্রহরণ, জামিন অযোগ‍্য ধারায় মামলা দায়ের হয়েছিল ‘দুর্যোধন’ পুনিতের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অনেক শো এসেছে, আবার শেষও হয়ে গিয়েছে। কিন্তু ‘মহাভারত’ (Mahabharata) এর মতো দীর্ঘস্থায়ী প্রভাব খুব কম শো-ই ফেলতে পেরেছে দর্শকদের মনে। ১৯৮৮ সালে সম্প্রচারিত শুরু হয়েছিল বি আর চোপড়ার মহাভারত। শোটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথম লকডাউন চলাকালীন আবারো টিভিতে ফেরত আনা হয় সেটি।

কিন্তু এত জনপ্রিয়তা একজন অভিনেতার কাছে বিপদের বার্তা বয়ে নিয়ে এসেছিল। তিনি পুনিত ইস্সার (Puneet Issar)। দুর্যোধনের (Duryodhan) চরিত্রে অভিনয় করেছিলেন পুনিত। কিন্তু অনেকেই কোনটা অভিনয় আর কোনটা বাস্তব সেই তফাৎটা করতে পারেন না। ফলতঃ দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ‍্যটি দেখে আইনি ঝামেলাতেও জড়িয়েছিলেন পুনিত।

puneet1200
লকডাউনে মহাভারত পুনঃসম্প্রচারিত হওয়ার পর শোয়ের বেশ কয়েকজন অভিনেতা এসেছিলেন ‘দ‍্য কপিল শর্মা শো’তে। সেখানেই পুনিত জানিয়েছিলেন, দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ‍্যটি দেখার পর তাঁর নামে জামিন অযোগ‍্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল। ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে বেনারসের এক ব‍্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন পুনিতের বিরুদ্ধে।

কাহিনি এখানেই শেষ নয়। পুনিত বলেছিলেন, ২৮ বছর পর আবার শুরু হয় মামলাটি বাধ‍্য হয়ে আইনজীবী নিয়োগ করতে হয় তাঁদের। কিন্তু তারপরেই জানা যায় আসল ঘটনা। অভিযোগকারী ব‍্যক্তি অভিনেতাদের সঙ্গে ছবি তোলার লোভে এত কাণ্ড ঘটিয়েছিলেন! কপিলের শো তে পুনিত মজা করে বলেছিলেন, “কাউকে যদি ধরতেই হয় তাহলে বেদব‍্যাসকে ধরা উচিত। কারণ উনিই লিখেছিলেন।”

mahabharat

১৯৮৮ সালে সম্প্রচার শুরু হয়েছিল মহাভারত এর। টানা দু বছর সাফল‍্যের সঙ্গে চলে ১৯৯০ সালে শেষ হয় শোটি। তবে লকডাউনের সময়ে আবারো মহাভারত ফেরত আসায় উন্মাদনা আরো বেড়েছিল। কারণ এক নতুন প্রজন্ম এই আইকনিক শোয়ের সাক্ষী হতে পেরেছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর