চড় কাণ্ডে আক্রান্ত সাগর বিশ্বাসের নামেই থানায় নালিশ! ক্ষুব্ধ জনতা

বাংলা হান্ট ডেস্ক : দত্তপুকুরে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীর সামনে বিজেপি (BJP) নেতাকে চড় মারার ঘটনায় নতুন মোড়। এবার আক্রান্তের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল থানায়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, দত্তপুকুর থানায় বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ করেন এক তৃণমূলকর্মী। অবশ্য অভিযোগকারীর দাবি, তিনি একজন সিপিএম সমর্থক।

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে, শনিবার দত্তপুকুরের সাগর বিশ্বাস থাপ্পড় খান স্থানীয় বিজেপি নেতার কাছে। এবার তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল থানায়।অভিযোগ যিনি করলেন সেই গৌতম মুখোপাধ্যায়, নিজেকে কেবলমাত্র একজন গ্রামবাসী বলেই দাবি করেন। তবে পুলিশের দাবি তিনি তৃণমূল সমর্থক।

tmc vs bjp

অভিযোগপত্রে গৌতম মুখোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নীলগঞ্জ খিলকাপুর মণ্ডল বিজেপির সভাপতি সাগর বিশ্বাস। তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।’ এরপর অভিযোগকারী গৌতম মুখোপাধ্যায়কে তৃণমূলের পাটি অফিস থেকে বেরোতে দেখা গেলেও, তাঁর দাবি, তিনি একজন সিপিএম সমর্থক। এদিকে উত্তর ২৪ পরগনার সিপিএম-এর সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ খান বলেন, ‘আমাদের দলের কেউ নয় গৌতম, ও একটা ধান্দাবাজ ছেলে। সিপিএমকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

স্বয়ং রাজ্যের খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা ঘটার পর ২ দিন কেটে গেলেও, এখনও অধরা চড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধেই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস। সাগরবাবু বলেন, ‘তিনি বলেন, ‘আক্রান্তর বিরুদ্ধেই চক্রান্ত করে মামলা। দ্বিতীয়বার মার খেতে হবে। এটাই শাসকদলের কর্মসূচি। বিজেপি করার জন্যই অপমানিত করা হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর