বাংলাহান্ট ডেস্ক : সরকারি কাগজপত্রে নাম বা পদবী ভুল আমাদের দেশে খুবই সাধারণ ঘটনা। সরকারি কর্মীদের গাফিলতির ফলে কখনো বোস হয়ে যায় ঘোষ, আবার কখনো শিখর হয়ে যায় শেখর! কিন্তু তাই বলে শুনেছেন কি কখনো যে রেশন কার্ডে কারোর পদবী দত্তর বদলে এসেছে কুত্তা! হ্যাঁ, এমনই এক অবাক করে দেওয়া ঘটনা ঘটেছে শ্রীকান্তি কুমার দত্তর সাথে।
তিনি অভিনব ভাবে সেই ভুলের প্রতিবাদও জানালেন সরকারি আধিকারিক এর কাছে। যেহেতু রেশন কার্ডে তার পদবী কুত্তা দেওয়া হয়েছে তাই সরকারি অফিসারের কাছে তিনি ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানালেন! শ্রীকান্তিবাবুর এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তার ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানানোর ৪৫ সেকেন্ডের ভিডিওটি সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই ব্যাপক সাড়া ফেলেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীকান্তিবাবু তার সরকারি নথিপত্র কর্মকর্তাদের হাতে প্রদান করেছেন। এরপর গাড়ির মধ্যে বসে থাকা বিডিওকে দেখে তিনি ঘেউ ঘেউ করে আওয়াজ করতে থাকেন।
সূত্রের খবর, এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে একাধিকবার তিনি এই ভুল সংশোধনের জন্য আবেদন জানান। কিন্তু প্রত্যেকবারই এক ভুল ঠিক করতে গিয়ে অন্য ভুল হয়ে যাচ্ছিল। তাই তিনি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন। এই ব্যক্তির প্রশ্ন, “আমাদের মত সাধারন মানুষরা কতবার নিজেদের কাজকর্ম ছেড়ে সরকারি ভুল সংশোধন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে লাইন দেবে?”