শুরুতেই হিট স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকারের প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরেই তিন লাখ আবেদন

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা ভোটের আগে বাংলার মানুষের মন ধরে রাখতে কোমর বেঁধেছে শাসক দল তৃণমূল [All India Trinamool Congress]। আর সেই জন্য মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচী শুরু করেছে রাজ্য সরকার। সেই সেই কর্মসূচী সারা রাজ্যে শুরুতেই সুপারহিট। তৃণমূল সূত্রে খবর, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরেই এখনও পর্যন্ত দুয়ারে সরকারের প্রথম দফায় তিন লাখের বেশি আবেদন জমা পড়েছে, যার সিংহভাগই স্বাস্থ্যসাথীর।

নবান্নের তরফে জানানো হয়েছে, ১১ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ৩ লক্ষ ২২ হাজার ৪৩৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭০ শতাংশই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। সম্প্রতিই রাজ্যের সব বাসিন্দাকে এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জী। এই প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা পাবেন সাধারণ মানুষ। এতদিন যারা এর আওতায় ছিলেন না, স্বভাবতই দুয়ারে সরকার কর্মসূচীর মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে তৎপর হয়েছেন তারা।

Mamata Banerjee 4 3
মমতা ব্যানার্জী / Mamata Banerjee

দুয়ারে সরকার কর্মসূচীতে স্বাস্থ্যসাথী ছাড়াও খাদ্যসাথী, একশো দিনের কাজ, রূপশ্রী, কন্যাশ্রীর মতো ইত্যাদি প্রকল্পের আবেদন করা যাচ্ছে। সেগুলির আবেদন পত্রও বেশ ভালোভাবেই জমা পড়ছে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে এই দুয়ারে সরকার কর্মসূচী শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় তা ১১ ডিসেম্বর পর্যন্ত চলেছে। এরপর ১৫ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় কর্মসূচীর কাজ শুরু হবে।

সম্পর্কিত খবর