‘বন্যা পরিস্থিতির জন্য DVC-কে দায়ী নয়’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ বন্যা বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার এই অভিযোগে খানিকটা সম্মত হয়েই ইঙ্গিতবাহী ট্যুইট করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর। কিন্তু মুখ্যমন্ত্রীর কথার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে পাল্টা চিঠি দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তবে প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রীর করা অভিযোগ কার্যত মেনেই নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর, সেখানে শুভেন্দু কেন বিরোধীতা করছেন? তবে কি তিনি কেন্দ্র রাজ্যের মধ্যেকার সংঘাত জিয়িয়ে রাখতে চাইছেন?

Suvendu Adhikari

 

মুখ্যমন্ত্রীর বিরোধীতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা বৃহস্পতিবার সকালেই দলীয় এক কর্মসূচিতে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘রাজ্যে কয়েকবছর আমিও সেচমন্ত্রী ছিলাম। ওখানকার কাজকর্ম আমার জানা আছে। চিফ ইঞ্জিনিয়াররাও রয়েছেন ওই কমিটিতে। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে একদমই দায়ী করা যায় না। আগে থাকতেই রাজ্যকে সতর্ক করা হয়েছিল’।

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির জন্য রাজ্য নিজেই দায়ি। জেলা প্রশাসনের কোন আধিকারিক কি করেছেন? প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানিয়ে আমি চিঠি লিখব’। কথা মতই বিকেলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Smita Hari

সম্পর্কিত খবর