বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমেও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। নিজের বয়স অনুপাতে এখনও তাকে যথেষ্ট সপ্রতিভ দেখিয়েছে। সম্প্রতি হর্ষ ভোগলের সাথে একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা পাঁচ টি টোয়েন্টি ক্রিকেটারকে বেছে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। তালিকায় রয়েছেন দুই ভারতীয়।
ক্রিস গেইল: স্বাভাবিকভাবেই ফরম্যাট যখন টি টোয়েন্টি, তখন ক্রিস গেইলের নাম আসবেই তালিকায়। দেশের হয়ে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্রিস গেইল বিশ্বের প্রায় সমস্ত টি টোয়েন্টি লিগেই খেলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার একবারও তিনি বিশ্বের জনপ্রিয় টি টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল জয়ের স্বাদ পাননি।
এবি ডিভিলিয়ার্স: দেশের হয়ে এই ফরম্যাটে খুব বেশি সফলতা না পেলেও এবি ডিভিলিয়ার্স বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে নিজের ছাপ ছেড়েছেন। তার সামনে পিচ, পরিস্থিতি, স্পিন বা পেস কোনও কিছুই কোনও প্রভাব ফেলতে পারতো না যদি তিনি ছন্দে থাকতেন। কিন্তু দেশের পাশাপাশি কোনও প্রতিযোগিতা মিলিয়ে জীবনে কোনও ট্রফি জেতেননি এবি।
শেন ওয়াটসন: প্রাক্তন অজি অলরাউন্ডার নিজের সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। বিশেষ করে ব্যাট এবং বল দুই বিভাগেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য তাকে নিজের তালিকায় রেখেছেন ব্র্যাভো। কারণ সকলেই জানেন ক্যারিবিয়ান তারকা নিজেও দুই বিভাগেই অত্যন্ত পটু।
এরপর দুই ভারতীয় হিসাবে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনিকে রেখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পাশাপাশি চারটি আইপিএল রয়েছে ধোনির ঝুলিতে। দেশের হয়ে তার টি টোয়েন্টি পরিসংখ্যান চোখ ধাঁধানো না হলেও আইপিএলে সিএসকের হয়ে তার পরিসংখ্যান রীতিমত ঈর্ষণীয়। অপরদিকে বিরাট কোহলি আইপিএল বা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ না পেলেও আইপিএল এবং টি টোয়েন্টি আন্তর্জাতিকে তিনিই হলেন সর্বোচ্চ রান গেটার। তাই এই তালিকাতে তাকে থাকতেই হতো।