কেরালার (kerala) পালাক্কাদ পৌরসভার ওপর থেকে ঝোলানো হয়েছিল দুটি ব্যানার। যার একটিতে ছিল ‘জয় শ্রী রাম’ লেখা। এর বিরুদ্ধেই বিক্ষোভ দেখিয়ে DYFI এর কর্মীরা সেই ‘জয় শ্রী রাম’ লেখা ব্যানার সরিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল৷
বুধবার ছিল কেরালার পৌরসভা নির্বাচনের ভোট গননার দিন। রাজ্যজুড়ে সেভাবে দাঁত ফোটাতে না পারলেও বামেদের কাছ থেকে পালাক্কাদ পৌরসভাটি ছিনিয়ে নেয় ভারতীয় জনতা পার্টি। এই জয় উদযাপন করতেই পৌরসভার ছাদ থেকে দুটি ব্যানার ঝুলিয়ে দেয় গেরুয়া শিবির। যার একটিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবি থাকলেও অন্যটিতে লেখা ছিল ‘জয় শ্রী রাম’। এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়।
বিতর্কের আবহেই বিজেপির রাজ্য সম্পাদক সন্দীপ জি ভারিয়ার মন্তব্য করেন, পালাক্কাদ কেরলের গুজরাত। স্বাভাবিক ভাবেই ভারিয়ারের এই মন্তব্য উত্তেজনার পারদ অনেক খানি বাড়িয়ে দেয়৷ যদিও সরকারি ভবনে এই ধর্মীয় স্লোগানযুক্ত ব্যানার টানানোর জন্য গ্রেপ্তার হন বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী।
শুক্রবার সকালে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন DYFI এর কর্মীরা৷ তারা বিজেপির ব্যানার সরিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে। এদিন DYFI এর এই বিক্ষোভের ব্যানারে লেখা ছিল ‘ এটা আরএসএসের অফিস নয়, এটা পৌরসভার অফিস। এটা গুজরাত নয়, কেরালা…’ । যদিও জাতীয় পতাকার অপমান করা হয়েছে এই মর্মে বামেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপিও।
DYFI এর জেলা সভাপতি টি.এম. সাসি জানিয়েছেন, ‘উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বিজেপি গেরুয়া রঙ করে, জয় শ্রী রাম ব্যানার ঝোলায়, অযোধ্যার পোস্টার লাগায়, শিবাজীর ছবি সহ নানান ধর্মীয় সংকেত ব্যাবহার করে। কিন্তু এটা কেরালা, কেরালার ধর্ম নিরপেক্ষ মানুষ এই উদযাপন মেনে নেবে না’