লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই এবার বাজিমাত করবে DYFI! ব্রিগেড সমাবেশের আগে ‘দারুন’ প্ল্যান

বাংলা হান্ট ডেস্কঃ ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশের আগেই মাস্টারপ্ল্যান রেডি। এবার দলীয় কর্মসূচির জন্য ডিওয়াইএফআই-এর (DYFI) ভরসা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। কী ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার? একদমই নয়। তাহলে কী এই মীনাক্ষীদের লক্ষ্মীর ভাণ্ডার?

রাস্তায় শালু কাপড় নিয়ে কিংবা কৌটোয় করে দলীয় কর্মসূচির জন্য অর্থ সংগ্রহ করার প্রথা বামেদের রয়েছে। এবার তাতেই অভিনবত্ব নিয়ে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। দলীয় কর্মসূচির জন্য তহবিল গড়তে বাম যুব সংগঠন DYFI এর ভরসার নাম ‘লক্ষ্মীর ভাণ্ডার’।

দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ৮০ হাজার বুথের প্রতিটি বুথের জন্য ৪-৫টি করে লক্ষ্মীর ভাণ্ডার রাখা হবে। যেই মাটির ভাণ্ডার গুলি সেই এলাকার সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রেখে আসবে বাম সংগঠনের কর্মীরা। প্রতিটি বাড়িতে তা ২০-২৫দিন করে রাখা থাকবে।

আম জনতার বাড়িতে গিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডার গুলি দিয়ে তাদের সামর্থ মতো অর্থ সঞ্চয় করার জন্য অনুরোধ জানানো হবে। নির্দিষ্ট সময় পর সেই ভাণ্ডার গুলি আবার ফিরিয়ে আনবে DYFI. তাতে যেই পরিমাণ অর্থ জমবে তা ব্যবহার করা হবে ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশের (Brigade Rally) জন্য।

minakshi 2

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়! চাকরিপ্রার্থীদের কাণ্ড দেখে অবাক সরকারি কর্তারা 

প্রসঙ্গত, লক্ষীর ভাণ্ডারে খুচরো টুকটাক সঞ্চয়ের প্রথা বাঙালির বহু দিনের। যা বাঙালির কাছে অত্যন্ত আবেগেরও। এবার সেই লক্ষীর ভাণ্ডারের উপরে ভরসা রেখেই এই ভাবনা। চলতি বছর নভেম্বরের শুরুতেই সূচনা হবে ইনসাফ যাত্রার। আর ২০২৪ এর জানুয়ারি ব্রিগেড সমাবেশ। তার আগে বামেদের এই অভিনব চিন্তা-ভাবনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর