বড় ঝটকা, গোটা দেশে নিষিদ্ধ হল শাহরুখের ‘জওয়ান’! কারণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক : যেদিন থেকে শাহরুখের (Shahrukh Khan) ‘জওয়ান’ (Jawan) মুক্তি পেয়েছে সেদিন থেকেই তুমুল চর্চায় রয়েছে এই ছবি। ভারত সহ বিশ্বের একাধিক দেশে এই ছবি মুক্তি পেয়েছিল। এককথায় এক মাসের মধ্যেই গোটা বিশ্বজুড়ে তুমুল ব্যবসা করেছিল এই ছবি। পড়শিদেশ বাংলাদেশেও (Bangladesh) বেশ সমারোহেই মুক্তি পেয়েছিল এই মেগা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি ব্যান (Bann) করা হল এই ছবির প্রদর্শন।

করোনা পরবর্তী সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি যখন মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক তখনই মুক্তি পায় কিং খান অভিনীত ছবি ‘পাঠান’। রীতিমত আগুন ধরায় এই ছবি। আবারও ফিরে আসে বলিউড ছবির রমরমা। পাশাপাশি ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনাও দেখা যায় চোখে পড়ার মতো। এরপরেই মুক্তি পায় শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’।

দেশে তো বটেই পাশাপাশি পড়শিদেশ বাংলাদেশেও তুমুল হইচই শুরু হয় এই ছবি নিয়ে। দর্শকদের নজর কেড়ে নেয় সহজেই। তবে গত মঙ্গলবার ২৪ অক্টোবর থেকে বন্ধ করা হচ্ছে ‘জওয়ান’র সম্প্রচার। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে এই শো। উল্লেখ্য, বাংলাদেশের তরফ থেকে ছবিটি আমদানি করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

আরও পড়ুন : ‘নেই ব্যাঙ্কিং, গর্ভপাতের পরেও শ্যুটিং-র প্রেশার’! টিভি শো নিয়ে বিষ্ফোরক অপরা মেহতা 

মুক্তির পর অন্যান্য দেশের মত বাংলাদেশেও বেশ রমরমিয়ে চলে এই ছবি। তবে গত মঙ্গলবার থেকে সাময়িকভাবে ছবির প্রদর্শন বন্ধ করল পড়শিদেশটি। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, উৎসবের দিন কোনো বিদেশি ছবির প্রদর্শন করতে চাইছেনা বাংলাদেশ সরকার। যে কারণে আপাতভাবে শাহরুখের এই ছবির প্রদর্শন বন্ধ রাখছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন : একফ্রেমে রচনা ও মদন মিত্র, কানে কানে কী বলছেন বিধায়ক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

jawan026

জানিয়ে রাখি, মুক্তির পর থেকে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে এই ছবির কালেকশন প্রায় ১১০০ কোটি টাকারও বেশি। ভারতে বিশেষ করে হিন্দি বলয়ে ছবির কালেকশন ছিল নজরকাড়ার মত। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রমুখ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর