এবার কী তবে কঙ্গনাই সমকামী অ্যাথলিট!হতে পারে দ্যুতির বায়োপিক

 

বাংলা হান্ট ডেস্ক : বলিউডে এখন একের পর এক বায়োপিকের ভিড়। বিশেষত ক্রীড়াজগতের ব্যক্তিত্বদের বায়োপিক। শুরু হয়েছিল ছয়ের দশকের ভারতীয় সেনা জওয়ান, জাতীয় পদকপ্রাপক দৌড়বিদ তিগমাংশু ধুলিয়ার বায়োপিক ‘পান সিং তোমার’ দিয়ে। সেটা ২০১২ সাল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। তারপর একে একে এসেছে অ্যাথলিট মিলখা সিং(ভাগ মিলখা ভাগ), মহেন্দ্র সিং ধোনির(এম.এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি) বায়োপিক প্রভৃতি আরও। প্রায় প্রতিটাই অসামান্য সাফল্য পেয়েছে বক্স অফিসে। এবার ভারতের স্প্রিন্ট কুইন দ্যুতি চাঁদের জীবন নিয়ে ছবি তৈরি হতে পারে বলে খবর।

প্রসঙ্গত ।এক লড়কি তো দেখা তো অ্যায়সা লাগা’ অভিনেতা অনিল কাপুর ও ‘ভাগ মিলখা ভাগ’ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রস্তাব পেয়েছেন দ্যুতি চাঁদ। তথ্যচিত্রের অফারও এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে দ্যুতি বললেন এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।অনিল কাপুর ও রাকেশ মেহরা ছাড়াও অনেক অভিনেতা-অভিনেত্রীরাও আমার কাছে এসেছেন এই প্রস্তাব নিয়ে। তথ্যচিত্রের প্রস্তাবও পেয়েছেন।

e79fa img 20190624 wa0052

তবে নায়িকার বিষয়ে বেশ টানাপোড়েনে রয়েছেন দ্যুতি। প্রিয়াঙ্কা চোপড়়া ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে কাকে তাঁর বায়োপিকে মানাবে, সেই বিষয়ে সন্দিহান তিনি। দ্যুতি জানান, ভাগ মিলখা ভাগ, দঙ্গল, মেরি কম ছবিগুলো দেখেছি। মেরি কমে প্রিয়াঙ্কা চোপড়া অসাধারণ অভিনয় করেছিলেন। জানি না, শেষপর্যন্ত কে নির্বাচিত হবেন, তবে আমার মনে হয় কঙ্গনা আমার চরিত্রটা ভাল ফুটিয়ে তুলতে পারবেন। অভিনেত্রী হিসেবে ওনাকে বেশ ভাল লাগে আমার। যদিও অভিনেত্রী নির্বাচন করবেন পরিচালক ও প্রযোজকরা।”

জেনে রাখা দরকার, দ্যুতি চাঁদ প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি জানান, ��

সম্পর্কিত খবর