বাংলাহান্ট ডেস্ক : এই গরমে অনেকেই ঘুরতে যাচ্ছেন পাহাড়ে। পাহাড় বলতে বাঙালির ডেস্টিনেশন দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিম। এইসব পাহাড়ি এলাকায় বর্তমানে ভিড় খুব। তাই অনেকেই আছেন যারা একটু অফ বিট স্থানে ঘুরতে যেতে চাইছেন। এইসব অফ বিট জায়গায় ভিড় কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো।
উত্তর সিকিমে এমন কিছু গ্রাম আছে যেগুলি বেশ মনোরম। প্রাচীন এই গ্রামগুলিতে ভিড় অপেক্ষাকৃত কম হয়। সিকিমের লেপচাদের গ্রাম জঙ্গু (Dzongu ) এবার আপনার ডেস্টিনেশন (Weekend Destination) হতেই পারে। এই গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা। এই গ্রামের বাসিন্দাদের সহজ সরল জীবন আপনার মন ছুঁয়ে যাবে। উত্তর সিকিমের বিরল বায়োডাইভার্সিটি অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু।
এই গ্রামে এলে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন সাধারণ শহরের জীবন থেকে দূরে সরে এসে এখানকার লেপচারা কিভাবে প্রাচীন পন্থায় জীবন কাটায়। এখানকার গ্রামের বাসিন্দারা আপনাদের সাথে কথায় কথায় ভাগ করে নেবে লেপচাদের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতি। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা বা মাউন্ট পান্ডিম।
এখানে গেলে পর্যটকরা আশেপাশের কয়েকটি বিখ্যাত ট্রেক থেকে ঘুরে আসতে পারবেন। থোলুং ট্রেক আপনারা একবার অবশ্যই ঘুরতে যাবেন। এই গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনারা পাবেন কিছু জলপ্রপাত। যদি দু-তিন দিনের জন্য যান তাহলে একবার অবশ্যই ফিরে আসুন থোলুং মনেস্ট্রি থেকে। বৌদ্ধ কামসেল উৎসব এখানে অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর অন্তর।
এছাড়াও এই গ্রামে ও আশেপাশে রয়েছে বেশ কিছু দ্রষ্টব্য জায়গা। প্রাচীন নিংমা মোনাস্ট্রি, উষ্ণ সালফারের গুণ সম্পন্ন প্রস্রবণ, কিসংলা পাসও একবার ঘুরে আসতে পারেন। নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি করে আপনাকে পৌঁছতে হবে সিকিমের মঙ্গন। এখানে একরাত কাটিয়ে পারমিট করিয়ে নিন জঙ্গুর জন্য। পরের দিন সকালে আপনারা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন জঙ্গু।