বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান (Pakistan) সংঘর্ষ বিরতি চললেও দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বজায় রয়েছে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় কোনো রকম বিভ্রান্তিকর, ভুয়ো বা উসকানিমূলক পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফ। এমতাবস্থায় এবার ফ্লিপকার্ট, অ্যামাজনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার।
ই কমার্স সংগঠনগুলিকে নোটিশ (Pakistan) ক্রেতা সুরক্ষা মন্ত্রকের
বর্তমান পরিস্থিতির মাঝেও কার্যত হেলদোল নেই বিভিন্ন ই কমার্স সাইটগুলির। ফ্লিপকার্ট, আ্যামাজন, দ্য ফ্ল্যাগ কোম্পানির মতো ই কমার্স সাইটগুলি, যেখানে এখনো বহাল তবিয়তে পাকিস্তানের (Pakistan) পতাকা বিক্রির অভিযোগ উঠছে। আর এই অভিযোগ পাওয়ার পরেই কার্যত তটস্থ হয়ে উঠেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরণের ই কমার্স সাইটগুলির বিরুদ্ধে।
কী বলা হয়েছে নোটিশে: ফ্লিপকার্ট, অ্যামাজন, দ্য ফ্ল্যাগ কোম্পানি, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বিভিন্ন ই কমার্স সাইটগুলিকে নোটিশ পাঠানো হয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে। যত দ্রুত সম্ভব পাকিস্তানের (Pakistan) পতাকা বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর নোটিশে।
আরও পড়ুন : ভরা শিয়ালদহ স্টেশনে পাকিস্তানের নামে গলা ফাটিয়ে জয়ধ্বনি! ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিল ক্ষিপ্ত জনতা
দেশবিরোধী কার্যকলাপ বন্ধের নির্দেশ: সম্প্রতি ক্ষেত্রে সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, ‘অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কয়েকটি ই কমার্স সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে সিজিপিএ এর তরফে। তাদের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রি করার অভিযোগ উঠেছে। সংস্থাগুলির এহেন কাজ ভাবাবেগে আঘাত করার মতো। তাই অবিলম্বে এমন দেশবিরোধী কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
The CCPA has issued notices to @amazonIN, @Flipkart, @UbuyIndia, @Etsy, The Flag Company and The Flag Corporation over the sale of Pakistani flags and related merchandise. Such insensitivity will not be tolerated.
E-commerce platforms are hereby directed to immediately remove all… pic.twitter.com/03Q4FOxwCX— Pralhad Joshi (@JoshiPralhad) May 14, 2025
যেমনটা জানা যাচ্ছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে একটি চিঠি পাঠানো হয় ক্রেতা সুরক্ষার ব্যবস্থার তরফে। অবিলম্বে পাকিস্তানি সামগ্রী বিক্রি করার চেষ্টা নির্দেশ দেন।