গার্ডেনরিচ কাণ্ডে ফের টাকার পাহাড় উদ্ধার! তল্লাশি চালিয়ে ২২ কোটি টাকার সন্ধান পেলো ED

বাংলা হান্ট ডেস্কঃ ই-নাগেটস তথা অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে আরো ২২ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সম্পূর্ণ টাকাটাই ক্রিপ্টোকারেন্সিতে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত এই প্রতারণা মামলায় ৬৮ কোটি ৪২ লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি গ্রেফতারের তালিকা ক্রমবর্ধমান।

উল্লেখ্য, একদিকে যখন নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, সেই মুহূর্তে সম্প্রতি কলকাতার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা মামলায় আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি।

পাশাপাশি কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি অর্থ উদ্ধার করে তারা। পরবর্তী ক্ষেত্রে অভিযুক্ত ব্যবসায়ী এবং তার সহযোগীরা ভিন রাজ্যের পাড়ি দিলেও এক্ষেত্রে উত্তরপ্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

সম্প্রতি এই মামলায় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন আমির খান ঘনিষ্ঠ রুমেন আগরওয়াল। ইডি সূত্রে খবর, এদিন অভিযান চালানোর মাধ্যমে ২২ কোটি ৮২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, বাংলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা ছক।

Howrah Money Recovered

এক্ষেত্রে আমির খানকে গ্রেফতার করার পাশাপাশি তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এবং অন্যান্য ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়ে চলেছে। একই সঙ্গে বর্তমানে কোটি কোটি টাকা উদ্ধার করার পাশাপাশি ভবিষ্যতে আরো বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাবে বলেই অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর