বাংলা হান্ট ডেস্কঃ আপনারা হয়ত একবার হলেও অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘দিওয়ার’ দেখেছেন। সেই সিনেমায় নায়ক অমিতাভের হাতে করা হয়েছিল ‘মেরা বাপ চোর হ্যায়’ ট্যাটু । এবার সেই সিনেমার ঘটনাই যেন বাস্তবে দেখা গেলো। তবে একদম এক নয়, একটু পার্থক্য রয়েছে।
কয়েক বছর আগে, ২২ বছর বয়সী এক ব্রাজিলিয়ন ( Brazilian ) যুবক সাইকেল চুরি করতে গিয়ে স্থানীয় লোকেদের হাতে ধরা পড়েছিল। তখন সেখানের লোকেরা শাস্তি স্বরূপ ধৃত চোরের কপালে ‘আমি চোর’ লেখা ট্যাটু করিয়েছিল। ঘটনার পর কেটে গেছে বেশ কিছু বছর। এরই মধ্যে ওই চোর সম্প্রতি ফের একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মজার ব্যাপার হল, ‘আমি চোর’ লেখা সেই ট্যাটু এখনও চোরের কপালে রয়ে গেছে।
‘আমি একজন চোর..’ ট্যাটু করা যুবকের নাম রুয়ান রোচা দা সিলভা (Ruan Rocha da Silva)। ব্রাজিলের স্থানীয় ভাষায় যুবকের কপালে লেখা হয়েছে এই লেখা। সূত্রের খবর, রবিবার সাও পাওলোর কোটিয়ায় চুরি করতে বাথরুমের জানালা দিয়ে ঢুকে পড়েন রুয়ান। কিন্তু, দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায় সে। এদিন চুরি করতে গিয়ে খানিক আহতও হন রুয়ান।
সূত্রের খবর রুয়ান রোচা দা সিলভা ব্রাজিলের এক পেশাদার চোর। এর আগেও সে বহুবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। পূর্বে ২০১৮ সালে, বাজার থেকে ডিওডোরেন্ট চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। সেবার চুরির অপরাধে তাকে কয়েকদিন জেলও খাটতে হয়। এর পর, ২০১৯ সালে, একটি সোয়েটশার্ট চুরি করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এরপর মোবাইল ফোন চুরি করতে গিয়ে ধরা পড়ে এই কুখ্যাত চোর। বর্তমানে পুলিশ দ্বারা গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। গ্রেফতারের পর আহত রুয়ানের চিকিৎসাও করা হয়েছে বলে জানা গিয়েছে।