ভিডিও না বানিয়েই ট্যুইটার থেকে করুন মোটা টাকা উপার্জন! বিরাট সুযোগ দিচ্ছে ইলন মাস্ক

বাংলা হান্ট ডেস্ক : ইলন মাস্ক (Elon Musk) মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X, যা কিনা পূর্বে Twitter নামে পরিচিত ছিল, তা একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এখন থেকে ফেসবুক বা ইন্সটাগ্রামের মত এই টুইটার থেকেও টাকা কামাতে পারবেন ক্রিয়েটররা। ইতিমধ্যেই অনেকে তো প্লাটফর্ম ‘X’ থেকে করা উপার্জনের খতিয়ান পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। এখন আপনিও যদি এরকমভাবে বাড়িতে বসে উপার্জন করতে চান তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য।

তবে ‘X’ থেকে টাকা রোজগার করার জন্য কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। ইউটিউবের মত এখানেও রয়েছে মনিটইজেশন নীতি। তবে ‘এক্স’র নিয়মটা একটু ভিন্ন। টুইট, ভিডিও এবং ‘স্পেস’ ছাড়াও আরও অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন।

প্রথমে আসে ‘ভিডিও মনিটাইজেশন প্রোগ্রাম, যেখানে ক্রিয়েটররা Amplify Pre-roll এবং Amplify Sponsorships এই দুটো অপশন পাবেন। এর মাধ্যমে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররাই কেবল অর্থ উপার্জন করতে পারবেন। প্রথম অপশনটির আওতায় এমন সব ভিডিওকে বাছাই করা হবে যা ব্র্যান্ডের নিয়ম কানুনকে ফলো করে। এরপর সেটার সাথে বিজ্ঞাপনদাতাদের মেলানো হবে। এখানে ইউজাররা বেছে নিতে পারেন যে, কোন ভিডিওকে তারা মনিটইজ করতে চান আর কোনটিকে চাননা।

elon musk x

প্ল্যাটফর্ম ‘X’ এ উপলব্ধ যত বেশি বিজ্ঞাপনদাতাদের সাথে ভিডিও যুক্ত হবে ক্রিয়েটররা তত বেশি উপার্জন করতে পারবেন। এর অধীনে, আপনাকে সরাসরি মনিটইজেশন প্রোগ্রামে অপ্ট-ইন করতে হবে। ভিডিওতে দেওয়া ট্যাগগুলির উপর ভিত্তি করে, ‘X’ নির্ধারণ করে কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন এতে প্লে করা হবে। এছাড়া ‘এক্স’ থেকে সরাসরি লিডিং ব্র্যান্ডদের সাথেও কানেকশন তৈরি করা যায়। এতে যা উপার্জন হবে তা নিজেদের মধ্যেই ভাগ করে নিতে পারবেন। যারফলে আপনি একাধিক বড় স্পনসরশিপও জুটিয়ে ফেলতেও সক্ষম হবেন।

শুধুমাত্র ‘X’-এ টুইট করেও অর্থ উপার্জন করা যায় : এবার আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সবাই ভিডিও করে না, কিন্তু টুইট প্রায় সব ব্যবহারকারীই করে থাকে। তারজন্য আপনাকে নিজস্ব সাবস্ক্রিপশন চালু করতে হবে। $2.99 থেকে $9.99 পর্যন্ত সাবস্ক্রিপশন চার্জ হতে পারে। যত মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে আপনার উপার্জন-ও তত বাড়বে।

elon musk x mark zuckerberg threads

আরেকটি উপায় হল সরাসরি টুইট করে অর্থ উপার্জন করা। ‘এক্স’ প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের প্রাথমিক শর্ত হল, বিগত তিন মাসের মধ্যে করা পোস্টে কমপক্ষে 15 মিলিয়ন ইম্প্রেশন আসতে হবে এবং ন্যূনতম 500 জন ফলোয়ার থাকা আবশ্যক। এর জন্য অবশ্যই ব্লু টিক থাকতে হবে। এবং তারা পরবর্তীতে স্বতন্ত্র ‘ক্রিয়েটর সাবস্ক্রিপশন’ ও ‘অ্যাডস রেভেনিউ শেয়ারিং’ সেটআপ করতেও সক্ষম হবেন।

elon musk

জানিয়ে রাখি, এখানকার অংশগ্রহণকারীদের তাদের উপার্জিত অর্থ হাতে পেতে একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে হবে। এবং ‘X’ দ্বারা উপার্জিত অর্থ $50 অতিক্রম করার সাথে সাথেই আপনি এটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। স্ট্রাইপ খুললেই জানতে পারবেন যে, ঠিক কত টাকা আপনাকে পাঠানো হয়েছে। একথা বলাই বাহুল্য যে, আরো নানাবিধ ফিচার্স ও সুযোগ-সুবিধা যুক্ত করা হলে X প্ল্যাটফর্ম ক্রিয়েটরদের জন্য মোটা অঙ্কের অর্থ আয়ের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠতে পারে। আরও একটা বিষয় জানিয়ে দিই, ক্রিয়েটররা তাদের টুইটের রিপ্লাই সেকশনে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে উৎপন্ন রেভেনিউয়ের 50 শতাংশের অধিকারী হবেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর