বাংলা হান্ট ডেস্ক: দূর থেকে চাঁদকে (Moon) দেখলে বোঝা যায় না সেখানকার তাপমাত্রা কত। অনেকেই মনে করেন হয়তো সেখানে প্রাণের কোনও অস্তিত্ব নেই তাই তাপমাত্রার খুব একটা হেরফের হয় না। তবে দূর থেকে আপনার একরকম লাগলেও চাঁদ কিন্তু অত্যন্ত শীতল একটি গ্রহ। বলা যায়, পৃথিবীর শীতলতম শহরের চেয়েও চাঁদ শীতল। আর এরই মধ্যে এই গ্রহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল গবেষকরা। চাঁদের মাটির তাপমাত্রার পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তন পৃথিবীর জন্যও খুব একটা মঙ্গলজনক নয় বলেই জানা যাচ্ছে।
চাঁদ (Moon) নিয়ে উদ্বেগ বিজ্ঞানীদের:
আপনারা সকলেই জানেন, সূর্যের উপর নির্ভর করে চাঁদের পরিবর্তন ঘটে। এমনকি তাপমাত্রাও নির্ভর করে সূর্যের উপর। সূর্যের উপর নির্ভর করে যেমন প্রচন্ড গরম হয় তেমনি আবার প্রচন্ড শীতল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে তখন তার তাপমাত্রা হয়ে থাকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। আর যখন রাত হয় তখন চাঁদের (Moon) তাপমাত্রা কমে গিয়ে দাঁড়ায় মাইনাস ১০০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছেন রাতের চাঁদ কতটা শীতল। তবে সাম্প্রতিককালে গবেষকরা জানাচ্ছেন চাঁদের তাপমাত্রা আরও দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে।
চাঁদের তাপমাত্রায় বিরাট পরিবর্তন: বিজ্ঞানীদের মতে, বেশ কিছু সময় ধরে দেখা যাচ্ছে চাঁদের তাপমাত্রায় বিরাট পরিবর্তন ঘটছে। দিনের বেলায় অত্যন্ত গরম। এবং রাতের দিকে তুলনামূলক অনেক বেশি ঠান্ডা হচ্ছে। আর এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় পৃথিবী এবং চাঁদের (Moon) দূরত্ব কমছে। ক্রমশ চাঁদ এবং পৃথিবী কাছাকাছি আসছে বলে অনুমান বিজ্ঞানীদের। আর ঠিক এই কারণেই আতঙ্কিত বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসচিবের ভূমিকায় চটে লাল মমতা! মুখ্যসচিবের কাছেও ভর্ৎসিত নারায়ণস্বরূপ নিগম
সম্প্রতি এই নিয়ে নাসা জানিয়েছে আগামী দিনে চাঁদের তাপমাত্রা ১২১ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর রাতের দিকে সেই তাপমাত্রা কমে হতে পারে ১৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর পৃথিবীর সঙ্গে চাঁদের বিরাট যোগ রয়েছে। কারণ চাঁদের উপর নির্ভর করেই সমুদ্রের জোয়ার ভাটা হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী দিনে যদি চাঁদের (Moon) পরিস্থিতি এমন হয়ে ওঠে তাহলে পৃথিবীর জন্য তা মঙ্গলজনক নয়। পৃথিবীতেও বড়সড় বদল ঘটতে পারে।
আরও পড়ুনঃ বিরাট জালিয়াতি! ধরা পড়তেই বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের
চাঁদের সাথে পৃথিবীর পার্থক্য: বিশেষজ্ঞদের মতে, চাঁদ পৃথিবী থেকে ১৫০ মিলিয়ন দূরে রয়েছে। যার ফলে চাঁদের (Moon) তাপমাত্রা হেরফের সহজে পৃথিবীবাসী বুঝতে পারেনা। সবথেকে বড় বিষয় হচ্ছে পৃথিবীতে তাপমাত্রা টেনে নেওয়ার পরিবেশ রয়েছে। তাই এখানে অতিরিক্ত তাপমাত্রা বাড়তে পারে না। উল্টোদিকে চাঁদে কিছুই নেই ফলে সেখানে তাপমাত্রা নিজের ছন্দে কাজ করে। আর এখন সেই তাপমাত্রা পরিবর্তন হতে গিয়ে বিরাট বিপদ নেমে আসছে পৃথিবীর বুকে। এখন দেখার বিষয় এই পরিবর্তন কতটা পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে।