ভর সন্ধ্যেবেলায় কেঁপে উঠল উত্তরবঙ্গ! আতঙ্কে বাড়ির বাইরে মানুষ, ২ মাসের ব্যবধানেই ফের ভূমিকম্প রাজ্যে

   

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আবহেই এবার কেঁপে উঠল উত্তরবঙ্গ (North Bengal)। সোমবার সন্ধ্যে ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এমতাবস্থায়, আতঙ্কের জেরে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেই। উত্তরবঙ্গের ধূপগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, বালুরঘাট এবং রায়গঞ্জেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে।

রিখটার স্কেলে মাত্রা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিলিগুড়িতে রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৩। এদিকে, ভূমিকম্পের উৎসস্থলের বিষয়টিও সামনে এসেছে। জানা গিয়েছে যে, এই ভূমিকম্পের উ‍ত্‍সস্থল ছিল মেঘালয়ের নর্থ গাড়ো হিলসে। পাশাপাশি, ভূত্বক থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে ছিল এই উৎসস্থল।

এদিকে, প্রতিবেশি রাজ‍্য আসামেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। মূলত, আসাম-মেঘালয় সীমান্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সংলগ্ন আসামের এলাকায় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১।

আরও পড়ুন: উদার বস! কর্মচারীদের স্যালারি বাড়াতে কমালেন নিজের বেতন, পরিচয় জানলে অবাক হবেন

জানিয়ে রাখি যে, গত অগাস্ট মাসেও ভূকম্পন অনুভূত হয় রাজ্যে। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেটের কাছে। তাতেই কেঁপে উঠেছিল কলকাতা। পাশাপাশি, মৃদু কম্পন অনুভূত হয় উত্তর ২৪ পরগনাতেও। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। কিন্তু, ফের দু’মাসের ব্যবধানে কেঁপে উঠল রাজ্য।

আরও পড়ুন: ট্রেন না বিলাসবহুল হোটেল ধরতে পারবেন না! বন্দে ভারত স্লিপারের ফার্স্ট লুক দেখেই অবাক সকলে

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামানও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে যে, আন্দামান সাগরে ওই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। এমতাবস্থায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের প্রায় ৯৩ কিলোমিটার গভীরে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর