বাংলা হান্ট ডেস্ক : ফের ভূমিকম্প (Earthquake)! এবার কেঁপে উঠল ভারতের মাটি। শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী থাকল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman & Nicobar Island)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে, সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ভূমিকম্প হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা সম্ভব হয় নি। সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়নি এখনও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এ দিন ভোর ৫টায় ভূমিকম্পের ঘটনা ঘটে। কম্পনের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়ার যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও এখনও পর্যন্ত সুনামির সতর্কতাও জারি করেনি। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির আশঙ্কা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলায় আচমকাই কম্পন অনুভূত হয়। থরথর করে কেঁপে ওঠে বাড়িঘর। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন লোকজন। আফটার শকের আশঙ্কাও করা হচ্ছে।
এর আগে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠে ওড়িশা (Odisha)। শুক্রবার ভোরেই ভূমিকম্পে কেঁপে ওঠে ওড়িশার কোরাপুট। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায়, কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৫টা ৫ মিনিট নাগাদ ওড়িশার কোরাপুটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ছত্তীসগঢ়ের জগদলপুর থেকে ১২৯ কিলোমিটার পূর্বে। সেই কম্পনই ওড়িশার কোরাপুটে অনুভূত হয়। নারায়ণপত্না সহ আশেপাশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।