ভয়ংকর ভূমিকম্পে বিপর্যস্ত চিন, মৃত কমপক্ষে ৬৫, চলছে উদ্ধারকার্য

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিদ্ধস্ত চিন (China)। কেঁপে উঠল চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল (Earthquake in China)। এখনও পর্যন্ত অন্তত ৬৫ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়ি ও অট্টালিকা।

মার্কিন ভূতত্ত্ববিদের সমীক্ষা জানাচ্ছে, সোমবার ভয়ংকর ভূমিকম্প (Earthquake) অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৪৩ কিমি এলাকা। কম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

চেংডুতে আগে থেকেই জারি ছিল কড়া কোভিডবিধি (COVID Pandemic)। নিষেধাজ্ঞার কারণে সেখানে ঘরবন্দি ছিল অসংখ্য মানুষ। এরই মধ্যে তীব্র কম্পন অনুভূত হওয়ায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। কেঁপে ওঠে বহুতল অট্টালিকাগুলিও। সিসিটিভিতে ধরা পড়েছে কম্পনের জেরে একাধিক এলাকায় নামা ধসের ফুটেজ। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচলের রাস্তা।

কমপক্ষে ৬৫ জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে চিনা সরকারের তরফ থেকে। আহত ও ক্ষতিগ্রস্থ অন্তত ১০ হাজার মানুষ। ভূমিকম্পের পরবর্তী কম্পন অর্থাৎ আফ্টারশকেও বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জানা গিয়েছে, মূল ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যেই তিব্বতে কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪.৩।

Yingxiu school China Sichuan earthquake May 2008

এই মুহুর্তে জোর কদমে চলছে উদ্ধার কাজ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্থ বিল্ডিংগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে অন্তত ১০০০ চিনা সেনা। তৈরি হচ্ছে অস্থায়ী তাঁবু। চিনা সরকার পাঠিয়েছে খাবার, কম্বল। প্রসঙ্গত, ২০০৮ সালে এই সিচুয়ানের ওয়েনচুয়ানে ভয়ংকর ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৮ হাজার মানুষ। সেবার রিখটার স্কেল অনুযায়ী কম্পনের মাত্রা ছিল ৮।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর