২৪ ঘন্টায় ভূমিকম্পে কেঁপে উঠলো ৩ টি রাজ্য

বাংলাহান্ট ডেস্কঃ মাঝ রাতে ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল রাজধানী দিল্লী (delhi) এবং আশেপাশের এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্র ছিল ৪.২। কম্পন অনুভূত হতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে সাধারণ মানুষজন। তবে এখনও অবধি কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত প্রায় ১১টা বেজে ৪৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এদিনের ভূমিকম্পের উত্‍‌সস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অর্থাৎ রাজস্থানের আলওয়ারে। ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে কম্পন শুরু হয়, বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ২৪ ঘন্টার মধ্যেই রাজস্থান এবং মণিপুরেও ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প 1 750x430 2

দিল্লী ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামে এই কম্পন অনুভুত হয়। কম্পন অনুভূত হতেই সকল এলাকাবাসী ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে বেশ কম্পন অনুভূত হলেও এখনও অবধি কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১৯৫৬ সালের ১০ ই অক্টোবর বুলন্দশহরে এখনও অবধি রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৭। এরপর মোর্দাবাদে ১৯৬৬ সালের ১৫ অগস্ট ভূমিকম্প অনুভূত হয়েছিল, যারা মাত্রা ছিল ৫.৮।


Smita Hari

সম্পর্কিত খবর