বাংলাহান্ট ডেস্কঃ কেরালায় (kerala) ফের একবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ঈশ্বরের আপন দেশে ভয়ংকর ভূমিধসে এখনো পর্যন্ত মৃত ৫।
Kerala: 5 people have lost their lives in a landslide at Rajamala in Idduki district; rescue operation underway.
Kerala Health Minister has said that a mobile medical team & 15 ambulances sent to the incident site. pic.twitter.com/yzxiRpfuyZ
— ANI (@ANI) August 7, 2020
কেরালার ইডুক্কি জেলায় আজ সকালে ভয়াবহ ভূমিধস হয়েছে। ভূমিধসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ জন। অত্যন্ত দ্রুততার সাথে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। তারা ইতিমধ্যেই ১০ জনকে উদ্দ্বার করেছে বলে জানা গিয়েছে।
Medical teams from Ernakulam and Kottayam districts deployed to #Idukki: Kerala Government https://t.co/XuxqNd9sWs pic.twitter.com/MbNvXWoYb5
— ANI (@ANI) August 7, 2020
পাশাপাশি পাঠানো হয়েছে ৫০ জনের জনের দমকল বাহিনী ও মেডিকেল টিমও।
Kerala: A team of National Disaster Response Force arrives at the landslide site in Rajamala, Idukki district.
5 people have lost their lives, 10 people rescued so far. pic.twitter.com/rsZg1MCGvw
— ANI (@ANI) August 7, 2020
বিস্তারিত আসছে