বছরেই শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, অনুভূত হল উত্তরবঙ্গেও, কম্পনের মাত্রা কত?

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ভূমিকম্প (Earthquake)। শীতের সকালে ঘুমের মধ্যেই ভূমিকম্প টের পেলেন শহরবাসী। সাতসকালে আচমকা কেঁপে উঠল কলকাতার একাধিক এলাকা। সকাল ৬:৩৫ নাগাদ ভূমিকম্পে দুলে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের কম্পনের মাত্রা ৭.১।

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা

নেপালে কম্পনের তীব্রতা ছিল যথেষ্ট বেশি। তবে শুধু ভারত নয়, পৃথিবীতে মোট পাঁচটি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বছরের শুরুতেই এই ভূমিকম্প থেকেই ছড়িয়েছে আতঙ্ক। রাজ্যের একাধিক জায়গায় ভালো রকম ভূমিকম্প অনুভূত হয়েছে। পরপর দুবার কেঁপে উঠেছে উত্তরবঙ্গে।  এখানকার জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরে এদিন কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: ৯ জানুয়ারি মামলার শুনানি! কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার?

সাত সকালে ঠিক কী হয়েছে, তা বুঝে ওঠার আগে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা যাচ্ছে, এই ভূমিকম্পের উৎস স্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। ওই জায়গায় ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভারত,নেপাল,বাংলাদেশ, চীন এবং ভুটানেও ভূমিকম্প টের পেয়েছেন মানুষজন। চীনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

Earthquake

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের মধ্যে বিহারেও মধুবনী জেলাতেও ভূমিকম্প অনূভূত হয়েছে। এছাড়া নেপালের ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাও কেঁপে উঠেছিল। উত্তর ভারতের বেশ কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X