ভোটের আগের দিন ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ!

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন, আর তাঁর আগের দিনই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবন্দ। আজ রাত আটটা পঞ্চাশ লাগাদ মালদহ, দুই দিনাজপুর,আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে এই ভূমিকম্প অনুভব করা যায়। পাশের রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে।

earthquake 1 j

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৪.২ ছিল বলে জানা গিয়েছে। তবে বেশিক্ষণ এই ভূমিকম্প ছিল না। মাত্র ৭ থেকে ৮ সেকেন্ডই এই ভূমিকম্প অনুভব করা যায়। এই ভূমিকম্পের ফলে চরম আতঙ্কিত হয় উত্তরবঙ্গের বাসিন্দারা। বহুতলের বাসিন্দারা ঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে আসে।

এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আজ উত্তরবঙ্গ ছাড়াও বিহার, অসম এবং সিকিমে কম্পন অনুভব করা যায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর