বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছিল কলকাতাতেও (Earthquake-Kolkata)। শুক্রবারের তীব্র ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক বহুতল থেকে শুরু করে সৌধ, মসজিদ।
কতটা ভূমিকম্প প্রবণ কলকাতা (Earthquake-Kolkata)?
ভূবিজ্ঞানীদের মতে, রিখটার স্কেলে ৪.৯ মাত্রা পর্যন্ত কম্পনকে মৃদু কম্পন বলা যায়। আবার ৫ থেকে ৬.৯ মাত্রা পর্যন্ত কম্পন মাঝারি ও ৭ থেকে ৭.৯ মাত্রা পর্যন্ত কম্পনকে তীব্র ভূমিকম্প হিসাবে চিহ্নিত করা হয়। ৮ মাত্রার বেশি হলে কম্পন অনুভূত হলে সেটিকে অতি তীব্র ভূমিকম্প বলা হয়ে থাকে। গত শুক্রবার মায়ানমারে আঘাত হানে ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প। এই আবহেই কলকাতাবাসীর মনে ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন : শান্তিপ্রসাদের জামিনের বিরোধিতা কেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে CBI
ঠিক কতটা ভূমিকম্প প্রবণ অঞ্চল কলকাতা (Earthquake-Kolkata)? শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে মায়ানমারের মতোই কি দশা হবে শহর কলকাতার? তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তিলোত্তমার বহুতল? GSI-র ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষের মতে, উত্তরবঙ্গের হিমালয় পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা। এই অঞ্চলে ভূমিকম্প হলে কেঁপে উঠতে পারে শহর কলকাতাও।
আরও পড়ুন : অবৈধ অনুপ্রবেশের দিন শেষ! কড়া হুঁশিয়ারি অমিত শাহের, কী জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
অতীতেও উত্তরবঙ্গ, নেপাল, সিকিমের একাধিক ভূমিকম্পের (Earthquake) অভিঘাত এসে পড়েছিল কলকাতায় (Kolkata)। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সাইসমিক রিস্ক বা কম্পনের ঝুঁকি খুব একটা কম নেই কলকাতার ক্ষেত্রে। ৭.৭ বা ৮ মাত্রার ভূমিকম্প কলকাতায় না হলেও, অন্য জায়গার প্রভাব এসে পড়বে কলকাতায়। ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ মানুষ।
কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাব কেমন হতে পারে সেই বিষয়টি নিয়ে খড়গপুর আইআইটি ২০১৫ সালে আয়োজন করে একটি সমীক্ষার। সাইসমিক জোনের চারটি বিভাগের (২,৩,৪,৫) মধ্যে সবথেকে কম ঝুঁকিপূর্ণ জোন ২। সমীক্ষা অনুযায়ী, জোন ৫ রয়েছে সব থেকে বেশি ঝুঁকিতে। সমীক্ষা রিপোর্টে কলকাতার স্থান হয়েছে ৩ ও ৪ নম্বর জোনের মধ্যবর্তী অংশে। তাই স্বাভাবিকভাবেই শহর কলকাতায় ভূমিকম্পের ঝুঁকি একেবারেই হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়।
আইআইটি খড়্গপুরের একটি রিপোর্ট বলছে, কলকাতায় ভূমিকম্প হলে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে পার্কস্ট্রিট, সল্টলেক, নিউটাউন, নোয়াপাড়া, রাজারহাট, সিঁথি, দক্ষিণদাড়ি, দমদম, নাগেরবাজার, গোপালপুর, তেঘরিয়া, বেরাবেরি, দুর্গানগর, মহিষবাথান এলাকা। এছাড়াও বড় ক্ষতির মুখোমুখি হতে পারে বেলুড়, বকডোবা, শ্যামবাজার, বরাহনগর, দেওরা, গোবরা, ধাপা। বেহালা, রাজডাঙা, বালি, কোনা, মহেশতলা, আলিপুর, মেটিয়াবুরুজ, যাদবপুর, কালীঘাট, ঢাকুরিয়া, ঠাকুরপুকুর, সাতঘড়াতেও হানা দিতে পারে মাঝারি আকারের ভূমিকম্প।