বাংলাহান্ট ডেস্ক : গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ মৃদু ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। আবার গত সপ্তাহে দিল্লি-এনসিআরে আঘাত হানে ৪.০ মাত্রার একটি ছোট ভূমিকম্প। খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও ভূমিকম্প নিয়ে আতঙ্ক বাঁধতে শুরু করেছে অনেকের মনেই।
স্মার্টফোনই জানান দেবে ভূমিকম্পের (Earthquake) আভাস
তবে জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনের (Smartphone) একটা ছোট্ট সেটিংস অন করে রাখলেই জানতে পারবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ভূমিকম্পের সতর্কতা পেতে চাইলে অবলম্বন করতে পারেন এই কৌশল। আপনার ফোনের ডেটা অন থাকলেই পেয়ে যাবেন ভূমিকম্পের সতর্কবার্তা। পাশাপাশি এই ফিচারটি ব্যবহারের জন্য প্রয়োজন হবে আপনার লোকেশন অপশন এনেবেল রাখার।
আরোও পড়ুন : কাঁটায় কাঁটায় টক্কর জি বাংলা-স্টার জলসার, একসঙ্গে নতুন “ধামাকা” দুই চ্যানেলে! ঝড় উঠবে TRP-তে
কীভাবে কাজ করে এই ফিচার? বেশ কয়েকটি বিষয় পরিমাপ করে ব্যবহারকারীর ফোনে পাঠানো হয়ে থাকে ভূমিকম্পের (Earthquake) সতর্কবার্তা। স্মার্টফোনে থাকা অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপের মতো সেন্সর ভূমিকম্পন শনাক্ত করতে সক্ষম। ক্লাউড -ভিত্তিক ডেটা প্রসেস করে ভূমিকম্পের আকার এবং অবস্থান অনুমান করে সতর্কবার্তা পাঠানো হয় ব্যবহারকারীদের কাছে। স্মার্টফোনের নেটওয়ার্ক ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীদের কাছে তৎক্ষণাৎ পাঠানো হয় সেই অ্যালার্ট।
আরোও পড়ুন : স্বামী-স্ত্রী দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের নায়ক-নায়িকা, ৪ বছর পেরিয়ে ভাঙছে লোক দেখানো “চুক্তির বিয়ে”!
এই ফিচার চালু করবেন কীভাবে? গুগলের এই বিশেষ ফিচার (Features) চালু করতে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। সেখানে গিয়ে বেছে নিতে হবে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশন। এরপর ‘আর্থকোয়েক অ্যালার্ট’-এ ট্যাপ করে সক্রিয় করা যাবে ভূমিকম্পের সতর্কতা সংক্রান্ত অ্যালার্ট ফিচারটি।
গুগল দাবি করে, সিংহভাগ ক্ষেত্রেই নির্ভুল তথ্য প্রদান করে থাকে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম (Earthquake Alarm System)। এই পদ্ধতির মাধ্যমে ছোট ছোট ভূমিকম্পও শনাক্ত করা সম্ভব যা অনেকসময় অনুভূতও হয়না। যদিও গুগলের এই বিশেষ ফিচার নিয়ে অনেকসময় মত পার্থক্যও হয়েছে একাধিক দেশে। ভুয়ো তথ্য প্রদান করার অভিযোগে গুগলের এই ফিচার বন্ধ করা হয়েছে ব্রাজিলে।