লক্ষ্মীপুজো নাকি ডার্বি? ISL-এ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের দিন দেখে দ্বিধায় ফুটবল ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীলাভ কোন দলের হবে? ইস্টবেঙ্গল (East Bengal) নাকি মোহনবাগান (Mohun Bagan)? হ্যাঁ, আসন্ন আইএসএলের (ISL 2023/24) সূচি দেখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গ ফুটবলপ্রেমীদের মাথায়। গত বৃহস্পতিবার আইএসএলের আসন্ন মরশুমের সূচি প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রথম পর্বের কলকাতার ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হবে আগামী ২৮শে অক্টোবর। বাঙ্গালীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব লক্ষ্মীপূজা।

ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যাটা আরেকটু বেশি। দুর্গাপুজো চলাকালীনও তাদের একটি ম্যাচ খেলতে হবে। অষ্টমীর দিন ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হবে তার। ফলে ভক্তরা একটু দ্বিধায় পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা ঠাকুর পূজা দেখবেন, নাকি দলের ম্যাচ দেখতে যাবেন। যদিও দ্বিতীয় ডার্বি কবে, সেটা এখনো জানা যায়নি।

দুই দলের বিস্তারিত সূচিতে প্রতিবেদনের পরের অংশে নজর রাখা হলো:

◆ আইএসএলের প্রথম পর্বে ইস্টবেঙ্গলের সূচি

● ২৫শে সেপ্টেম্বর বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)

● ৩০শে সেপ্টেম্বর বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)

● ৪ঠা অক্টোবর বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)

● ২১শে অক্টোবর বনাম এফসি গোয়া (যুবভারতী, বিকেল ৫.৩০টা)

● ২৮শে অক্টোবর বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)

● ৪ঠা নভেম্বর বনাম কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

● ২৫শে নভেম্বর বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই, বিকেল ৫.৩০টা)

● ৪ঠা ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)

● ৯ই ডিসেম্বর বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)

● ১৬ই ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

● ২২শে ডিসেম্বর বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮টা)

◆ আইএসএলের প্রথম পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের সূচি

● ২৩শে সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)

● ২৭শে সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)

● ৭ই অক্টোবর বনাম চেন্নাইয়িন (চেন্নাই, রাত ৮টা)

● ২৮শে অক্টোবর বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)

● ১লা নভেম্বর বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)

● ২রা ডিসেম্বর বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)

● ৬ই ডিসেম্বর বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)

● ১৫ই ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)

● ২০শে ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

● ২৩শে ডিসেম্বর বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)

● ২৭শে ডিসেম্বর কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর