বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ইস্টবেঙ্গল সর্মথকরা। কবে লাল-হলুদ ক্লাবে বিদেশি ফুটবলাররা সই করবেন এই নিয়ে চিন্তায় ছিলেন সকলেই। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। ইমামি ইস্টবেঙ্গল এর তরফ থেকে প্রেস রিলিজ দিয়ে ঘোষণা করা হলো যে ৫ বিদেশি ফুটবলার কে সরিয়ে নিয়েছেন তারা। এদের মধ্যে তিনজন ব্রাজিলিয়ান (অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা, এলিয়ান্দ্রো), একজন স্প্যানিশ (ইভান গঞ্জালেজ) এবং অপরজন সাইপ্রাসের (কারালাবোস কিরিয়াকো)। আসুন পরিচিত হয়ে যাওয়া যাক এই পাঁচ বিদেশি ফুটবলারের সাথে।
অ্যালেক্স লিমা: লিমা নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সেখানে শিকাগো ফায়ার ও হিউস্টন ডায়নামোর হয়ে বহু ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরপর মেজর লিগ ছেড়ে তিনি কোরিয়ার দ্বিতীয় ডিভিশনে সুওন এফসির হয়ে এবং পরে সুইটজারল্যান্ডের চ্যালেঞ্জ লিগে এফসি ওহলেন ও এফসি গোসাউয়ের হয়ে মাঠে নেমেছেন। ভারতে পা দেওয়ার আগে তিনি ভিয়েতনামের লিগেও খেলে এসেছেন।
এলিয়ান্দ্রো: ইনার পুরো নাম এলিয়ান্দ্রো ডস স্যান্টোস গঞ্জাগা। সাও পাউলো জন্মগ্রহণকারী এই ব্রাজিলিয়ান ফুটবলার আদতে একজন স্ট্রাইকার। ব্রাজিলের প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের অনেকগুলি লীগ ছাড়াও তিনি পর্তুগিজ, মাল্টা, লিথুয়ানিয়া এবং হালে একাধিক থাইল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাবে খেলে এসেছেন। সিনিয়র কেরিয়ারে ২০৬ টি ম্যাচ খেলে তার গোলসংখ্যা ৪৫।
ক্লেইটন সিলভা: আইএসএল যারা ফলো করেন তাদের কাছে এই ফরোয়ার্ডের নামটা একেবারেই অজানা নয়। বেঙ্গালুরু এফসির হয়ে ৩৩ ম্যাচ খেলে ১৪ গোল করা ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি ছাড়াও থাইল্যান্ডের লিগে দীর্ঘদিন সাফল্যের সাথে ফুটবল খেলেছেন তিনি। তিনি সেই লিগের দ্বিতীয় টপ স্কোরারও বটে। সেখানকার বেক তারো সাসানার মত বিখ্যাত ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন তিনি। এছাড়া মেক্সিকান এবং ব্রাজিলিয়ান লীগে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
চারালামবোস কিরিয়াকউ: চারালামবোস সাইপ্রাসের জাতীয় দলের ডিফেন্ডার। আগামীকালই কলকাতা শহরে পৌঁছে যাচ্ছেন তিনি। ৩২ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন।
ইভান গঞ্জালেস: ইনিও সকলের চেনা। ফুটবল ভক্তদের মনে থাকবে যে ইভানের সঙ্গে প্রি কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। আর এবার অফিসিয়ালি ঘোষণা হল। ৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলেছেন।