উঠছে ডার্বি বয়কটের ডাক! আজ সমর্থকদের মাঠে ফেরাতে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ কলকাতা ডার্বি (Kolkata Derby)। এই ম্যাচের মধ্যে দিয়ে চলতি আইএসএলে (ISL 2022/23) নিজেদের অভিযান শেষ করছে ইস্টবেঙ্গল (East Bengal)। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) অবশ্য কষ্ট করে হলেও টপ সিক্সে নিজেদের জায়গা নিশ্চিত করে নিতে পেরেছে। তাই তাদের আইএসএল মরশুম চলবে আরও কিছুদিন। দুই দলের অভ্যন্তরীণ নানান ব্যাপার নিয়ে সন্তুষ্ট নন দুই প্রধানের সমর্থকরা। তাই ময়দানে বইছে ডার্বি বয়কটের হাওয়া। এই ডার্বির টুর্নামেন্টের ফলাফলে কোন প্রভাব ফেলার ক্ষমতাও নেই। তাই হয়তো অন্যান্য বারের চেয়ে তুলনামূলক কম দর্শককেই দেখা যাবে যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে।

ইস্টবেঙ্গল সমর্থকরা আরও বেশি করে মুখিয়ে রয়েছেন এই ডার্বি বয়কট করার জন্য। লাল হলুদ কর্মকর্তাদের ওপর দলের একটা বড় অংশের সমর্থকরা অত্যন্ত অখুশি। যতদিন না দেবব্রত সরকার এবং বাকি কর্মকর্তারা দায়িত্ব ছাড়ছেন ততদিন নাকি লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশ মাঠেই যাবেন না এমনটাই আওয়াজ উঠছে। এবার অসন্তুষ্ট সমর্থকদের সন্তুষ্ট করার একটা অভিনব পদক্ষেপও নিয়েছে ইস্টবেঙ্গল।

ডার্বি ম্যাচ দেখতে গিয়ে মারামারি অথবা হাতাহাতিতে জড়িয়ে জখম হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এবার সমর্থকদের সেই চিন্তার বিষয়টির অবসান ঘটিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। গ্যালারির ভেতরে এবং বাইরে থাকবে আপৎকালীন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা। মাঠে কারোর চিকিৎসার প্রয়োজন পড়লে এখান থেকেই সাহায্য নিতে পারবেন তারা।

শেষ ডার্বিতে মাঠে গিয়ে স্টেডিয়ামে বসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা। মাঠে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা উপলব্ধ না থাকায় তার জীবন বাঁচানো যায়নি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এমন ব্যবস্থা রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। শনিবারের ডার্বিতে তাই যুবভারতীর ৬টি গেটেই উপলব্ধ থাকবে অ্যাম্বুলেন্স।

কিন্তু এই ব্যবস্থা থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল সমর্থকদের একটা বড় অংশ ডার্বি বয়কটের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মোহনবাগানের আগে থেকে এটিকে না ওঠায় অসন্তুষ্ট রয়েছেন কিছু মোহনবাগান সমর্থকও। তাই পড়শি ক্লাবের মতোই কিকগু সবুজ মেরুন ক্লাবের সমর্থকরাও ডার্বি বয়কট করতে পারেন। লিগ টেবিলে চার নম্বর স্থানে আপাতত রয়েছে তাদের দল। অপরদিকে গত তিন বছরের মধ্যে ইস্টবেঙ্গল সর্বোচ্চ পয়েন্ট (১৯) পেয়েছে এইবার। ডার্বি জিতলে আইএসএলে প্রথমবারের মতো ২০ পয়েন্টের গণ্ডি অতিক্রম করার সুযোগও থাকছে। শেষ পর্যন্ত তাই কতজন সমর্থক দলের টানে মাঠে আসেন সেই ব্যাপারটা দেখতে আগ্রহী সকলেই।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর