ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালন

 

রাজীব মুখার্জী, হাওড়া

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে বালিতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা আয়োজন করে বালি বেলুড় লাল হলুদ ব্রিগেড। এই বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয় বেলুড় স্টেশন থেকে। রঙ্গলি মল পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা যায়।

 

এতে অংশ নেন আট থেকে আশি সকলেই। দলের লাল হলুদ থেকে শতবর্ষের জার্সি, উত্তরীয় , মুখে লাল হলুদ রং, মাথায় ফ্যাটি, দলের পতাকা , বেলুন, ঢাকের বাদ্যে জমে যায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

IMG 20190804 120534 1

এমনকি মাঠের সেই লজেন্স দিদিকে এনে কাটানো হয় শতবর্ষের কেক । সব মিলিয়ে সাধারণ মানুষের বলাবাহুল্য লাল হলুদ সমর্থকদের উচ্ছাস ছিল দেখার মত ।

Piyali

সম্পর্কিত খবর