আচমকাই আগুন লাগলো ইস্টবেঙ্গল ক্লাবে, ঘটনা ঘিরে ছড়ালো চাঞ্চল্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শতবর্ষের গোড়া থেকে শুরু করে সময়টা এমনিতেই একেবারেই খারাপ যাচ্ছিল ইস্টবেঙ্গল ক্লাবের। হতশ্রী পারফরম্যান্স, ক্লাব-কর্তা ও ইনভেস্টর গোষ্ঠীর সমস্যা ইত্যাদি মাঠ ও মাঠের বাইরে একাধিক ঝামেলায় জেরবার ছিল ক্লাব। এরই মাঝে মঙ্গলবার বিকেলের দিকে লাল-হলুদ ক্লাবের একটা অংশে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার ২৯শে মার্চ সন্ধ্যার আগে শতাব্দী প্রাচীন ক্লাবে আগুন লাগে। সেই খবর আশেপাশে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। উপায়ন্তর না দেখে ক্লাবে উপস্থিত সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। তাদের সাহায্যার্থে স্থানীয় অনেকেই এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।

তবে এসব কিছুর মধ্যেও ঠিক সময়ে খবর দেওয়া হয়েছিল দমকলকেন্দ্রে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা হয়। এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাবের পাশে ফিডার বক্সে ফ্ল্যাশ হয়েছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। তবে সেটা দমকল পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণে চলে আসে। তেমন বড় কোনও সমস্যাই তৈরি হয়নি বলে দমকল সূত্র মারফত খবরে জানা গিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্লাব সমর্থকদের মধ্যে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শেষপর্যন্ত কোনও ক্ষতি বা কারোর আহত না হওয়ার খবর পেয়ে স্বস্তি পেয়েছেন সকলে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর