ঘরের মাঠে মরশুমের প্রথম জয়, বছর শেষে বেঙ্গালুরুকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটালো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের শেষ ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটালো ইস্টবেঙ্গল (East Bengal FC)। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) দল। মরশুমের ১১ তম ম্যাচে ক্লিয়েটন সিলভার (Cleiton Silva) জোড়া গোলে মরশুমের চতুর্থ জয় পেল ইস্টবেঙ্গল।

এই জয় বিশেষ কারণ এর আগে চলতি মরশুমে একটিও হোম ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। তবে চলতি মরশুমেই অ্যাওয়ে ম্যাচে ক্রিয়েটনের গোলেই ইস্টবেঙ্গল আসন্ন ফলে বেঙ্গালুরুকে হারিয়ে এসেছিল। আজ ঘরের মাঠে ইস্টবেঙ্গলের জয়েও নায়ক হয়ে উঠলেন সেই ক্লিয়েটন। নিজের পুরনো দলের বিরুদ্ধে চলতি মরশুমে তিনটি গোল করা হয়ে গেল তার।

   

Silva

আজ প্রথমার্ধে দুই দলই সমানে সমানে খেলা শুরু করেছিল। প্রাক্তন এটিকে মোহনবাগান ফরোয়ার্ড রয় কৃষ্ণা একবার বেঙ্গালুরুকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার জোরালো শট সাইড নেটে লাগে। কিন্তু প্রথমার্ধে বক্সের ভেতরে রোশান সিং বল হাতে লাগালে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি সিলভা।

এরপর তৃতীয়ার্ধের রয় কৃষ্ণা বিপজ্জনকভাবে বক্সে ঢুকে এসে জমি ঘেঁষা ক্রস রাখলে সেই ক্রস থেকে আরেক প্রাক্তন সবুজ মেরুন তারকা হাভিয়ার হার্নান্দেজ গোল করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরুকে সমতায় ফেরান। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বেঙ্গালুরু। কিন্তু কখনো গোলরক্ষক শুভমের দক্ষতায় আবার কখনও সুনীল ছেত্রীদের ব্যর্থতায় গোল আসেনি বেঙ্গালুরুর ঝুলিতে।

উল্টো দিক থেকে ক্রমাগত সুযোগ তৈরি করে যাচ্ছিল ইস্টবেঙ্গল। একবার হিমাংশু এবং ক্লিয়েটনের শট অল্পের জন্য বাইরে যায়। কিন্তু ম্যাচের একদম অন্তিম লগ্নে বিপজ্জনকভাবে আগুয়ান ইস্টবেঙ্গল মিডফিল্ডার জর্ডান ও-ডোহার্টিকে দানিশ ফারুক ফাউল করায় ভালো জায়গা থেকে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই ফ্রি-কিক থেকে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে দলকে জিতিয়ে দেন ক্লিয়েটন। আজকের জয়ের পর ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে উঠে আসলো ইস্টবেঙ্গল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর