বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা ডার্বির ঠিক আগে বড় চমক। লিগ শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসি নিজেদের শেষ ম্যাচে হেরে গেল চূড়ান্ত খারাপ ফর্মে থাকা ইস্টবেঙ্গলের কাছে। চলতি মরশুমে এর আগের সাক্ষাতে ০-৩ ফলে ইস্টবেঙ্গলের ঘরের মাঠেই লাল হলুদ শিবিরকে উড়িয়ে দিয়েছিল ডেস বাকিংহামের দল। কিন্তু তার আগে ডুরান্ডের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪-৩ ফলে জিতেছিল লাল হলুদ শিবির। এবার মরশুমের শেষ সাক্ষাতেও বাজি মারলেন ক্লিয়েটনরা।
আজ বেশিরভাগ সময় বল নিজেদের দখলের রাখলেন মুম্বাই সিটি এফসির ফুটবলাররা। কিন্তু ইস্টবেঙ্গলকে খুব একটা বিপাকে ফেলতে পারেনি তারা। উল্টে এমনটা বলা যায় যে ইস্টবেঙ্গল যদি নিজেদের সুযোগগুলি ঠিকঠাক কাজে লাগাতে পারতো তাহলে আরও গোল আসতে পারতো। গোটা মরশুম অপরাজিত থাকার পর মরশুমের শেষ দুই ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গলের কাছে হেরে গ্রুপ পর্বে নিজেদের অভিযান শেষ করলো মুম্বাই।
আজ ইস্টবেঙ্গল তথা আইএসএলের এই মরশুমের সর্বোচ্চ গোলদাতা ক্লিয়েটন সিলভা গোল না পেলেও অ্যাসিস্ট করে তিনি দলকে গোল পেতে সাহায্য করেছেন। তার পাস থেকে নাওরেম মহেশ গোল করেন দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে। চলতে মরশুমে দুই গোল এবং ৯ অ্যাসিস্ট করেছেন এই ভারতীয় তরুণ ফুটবলার।
চলতি মরশুমে ইস্টবেঙ্গল ১৯ ম্যাচ খেলে এখনো পর্যন্ত ১৯ পয়েন্ট পেয়েছে। এর আগে গত দুই মরশুমে এত পয়েন্ট তুলতে পারেনি ইস্টবেঙ্গল। আইয়ে ছেলে এখনো পর্যন্ত এটি তাদের সর্বোচ্চ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় পেলে বা ড্র করতে পারলে প্রথমবার আইএসএলে ২০ পয়েন্টের গন্ডি ছুঁয়ে ফেলবে তারা।