ইস্টবেঙ্গলের বড় চমক! বেঙ্গালুরুকে ISL জেতানো ফুটবলারই এবার যোগ দিলেন লাল হলুদ ক্লাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নতুন বিদেশি কোচ এবং বেশ কিছু নতুন বিদেশি ফুটবলার সম্পর্কে আগে থেকেই একটা ধারণা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তদের। ২৪শে মে, বুধবার, তাদের জন্য অপেক্ষা করছিল একটা নতুন চমক। ক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও ঘোষণা করা হয় যে বড় কোনও সাইনিং হতে চলছে। ইস্টবেঙ্গল ভক্তরা একজন নামযাদা বিদেশি ফুটবলারের প্রত্যাশা করছিলেন।

শেষ পর্যন্ত সেই ঘোষণা হয়েছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন আইএসএল জয়ী ১ ফুটবলার। কিন্তু লাল হলুদ ক্লাবে ফুটবলার নয় বরং সহকারি কোচ হিসেবে যোগ দিচ্ছেন ৪০ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার দিমাস দেলগাডো। আগামী মরশুমে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত-কে সহায়তা করবেন তিনি কোচিংয়ে।

এর আগে ভারতে ফুটবল খেলে গিয়েছেন। ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা রয়েছে। কোচিং সম্পর্কে বিশেষ কোনও অভিজ্ঞতা না থাকলেও ফুটবল খেলার সময়েই নিজের ‘ইউয়েফা এ’ লাইসেন্স তৈরি করে নিয়েছিলেন। ২০১৮-১৯ মরশুমের আইএসএল ফাইনালে তার কর্ণার থেকে গোল করেই বেঙ্গালুরুকে কাপ জিতিয়েছিলেন রাহুল ভেকে। ইস্টবেঙ্গলের বর্তমান কোচ তখন বেঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে একসাথে কাজ করায় হয়তো তার ওপর বাড়তি ভরসা রয়েছে কার্লসের।

দিমাস নিজে জানিয়েছেন যে কার্লেস কুয়াদ্রাত এবং বিনো জর্জের সঙ্গে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের গরিমা সম্পর্কে তিনি অবগত বলে জানিয়েছেন। খুব শীঘ্রই আবেগি লাল হলুদ ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি।

যদিও এই রিক্রুটমেন্ট নিয়ে কিছু সংখ্যক ইস্টবেঙ্গল সমর্থকদের মনে সন্দেহ রয়েছে। শুধুমাত্র প্রধান কোচের সঙ্গে সম্পর্ক ভালো বলেই বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা কাউকে কোচিং দলের সঙ্গে যুক্ত করাটা ইস্টবেঙ্গলের পক্ষে এই অবস্থায় কতটা ভালো সিদ্ধান্ত সেই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর