বারংবার কোচের সাথে “ঝামেলা”! সুপার কাপের নায়ক ক্লেটনের সাথে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গতবারের সুপার কাপের নায়ক ক্লেটন সিলভাকে নিয়ে বিগত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গলে (East Bengal FC) “ঝামেলা” চলছিল। কিন্তু, বুধবার এই ব্রাজিলিয়ান তারকার বিষয়ে বড় ঘোষণা করে দিল লাল হলুদ শিবির। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ক্লেটন সিলভা আর ইস্টবেঙ্গলের সাথে যুক্ত নন। ইতিমধ্যে ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে তথ্য উপস্থাপিত করা হয়েছে।

বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল (East Bengal FC):

জানিয়ে রাখি যে, কয়েকদিন ধরে দলের (East Bengal FC) কোচ এবং ম্যানেজমেন্টের সাথে দূরত্ব তৈরি হয়েছিল এই ব্রাজিলিয়ান তারকার। শুধু তাই নয়, বেশ কয়েকবার কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ক্লেটন। কয়েকদিন আগেই চেন্নাইয়ের বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচে ক্লেটনকে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিলেন কোচ।

কিন্তু, ওই ম্যাচে মাত্র ৩০-৪০ সেকেন্ড মাঠে ছিলেন অস্কার। কোচের নির্দেশ অনুযায়ী খেলতে পারেননি তিনি। এমনকি, ম্যাচের মাঝপথেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান। নববর্ষের দিনও সেই একই ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালীন তিনি ফের কোচের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময়ে সৌভিক চক্রবর্তী ক্লেটনকে বোঝানোর চেষ্টা করলেও ফের মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: ভারতে এই প্রথম! এবার ট্রেনে বসল ATM, যাত্রীদের সুবিধার্থে বড় চমক রেলের

এদিকে, বুধবারও তিনি অনুশীলনে এসেছিলেন। কিন্তু, ক্লেটন সিলভাকে নামতে দেওয়া হয়নি। এমতাবস্থায়, প্র্যাকটিস গ্রাউন্ড থেকেই তিনি ফিরে যান। আর তারপরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ট্রাম্পের সাথে দূরত্বের আবহেই দিল্লির দিকে ঝুঁকল বেজিং, ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ চিনের

অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় যে ক্লেটনকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, ক্লেটনের সঙ্গে ইস্টবেঙ্গলের (East Bengal FC) সম্পর্কের ইতি ঘটেছে। ইস্টবেঙ্গলের তরফে করা পোস্টে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল এফসি ও ক্লেটন সিলভা পারস্পরিক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাঁর অসাধারণ পরিষেবার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।” এদিকে, এই পোস্ট সামনে আসার সাথে সাথেই অনুরাগীরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X