বাংলা হান্ট ডেস্কঃ মোহনবাগানের (Mohunbagan) আইএসএল খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এই বছর থেকেই মোহনবাগান নামতে চলেছে আইএসএলে। কিন্তু মোহনবাগান আইএসএল খেললেও কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলের আইএসএল খেলা অনিশ্চয়তার মুখে ছিল। যেখানে মোহনবাগান আইএসএল খেলছে সেখানে কলকাতার আরেক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল কি তাহলে এই বারের আইএসএলে খেলতে পারবে না? এই প্রশ্নই গত কয়েক মাস ধরে ঘোরাফেরা করছিল বাংলার ফুটবল মহলে। বিশেষ করে চিন্তায়, হতাশায় ডুবে গিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। তাদের একটাই প্রশ্ন প্রিয় ক্লাব কি তাহলে আইএসএলে খেলতে পারবে না? এই চিন্তাতেই তারা দীর্ঘ কয়েক মাস ধরে প্রবল হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন।
শেষমেষ ইস্টবেঙ্গল সমর্থকদের দুঃশ্চিন্তা দূর করলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার হাত ধরেই জট খুললো, নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল ক্লাব। অর্থাৎ ইস্টবেঙ্গলের এই বছর আইএসএল খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল। লাখ লাখ লাল-হলুদ সমর্থকদের মুখে দীর্ঘদিন পর হাসি ফুটলো।
ইস্টবেঙ্গল ক্লাবের নতুন স্পনসর হিসেবে যোগ দিলেন হরিমোহন বাঙ্গরের ‘শ্রী সিমেন্ট’। নতুন বিনিয়োগকারী সংস্থা আসার ফলে মোহনবাগানের মত এবার আইএসএলে ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনাও বাড়লো। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্পনসর জোটের কারণে আইএসএল খেলার স্বপ্ন সত্যি করতে পারছিলো না ইস্টবেঙ্গল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই স্পনসর পেল ইস্টবেঙ্গল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আইএসএল খেলার রাস্তা প্রশস্ত ইস্টবেঙ্গলের।