ঠিকঠাক পারিশ্রমিক না দেওয়ার কারনে এবার ফিফার দ্বারস্থ হতে চলেছে ইস্টবেঙ্গল কোচ।

মরশুম শেষ হওয়ার আগে ইস্টবেঙ্গল ফুটবলারদের সাথে চুক্তি ভঙ্গ করে দিয়েছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কোয়েস। সেই কারণে ফুটবলারদের পারিশ্রমিক ঠিকমতো দেয়নি কোয়েস। আর এই অভিযোগেই এবার সরাসরি ফিফার দ্বারস্থ হতে চলেছেন গত মরশুমে ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা সহ একাধিক ইস্টবেঙ্গল ফুটবলার। জানা গিয়েছে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে একটা লম্বা চিঠি দিয়েছেন প্রাপ্তন ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা। সেই চিঠির সদুত্তর না পেলে ফিফার দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মারিও রিভেরা।

এই বিষয়টি নিয়ে শুধুমাত্র ইস্টবেঙ্গলের প্রাপ্তন কোচ মারিও রিভেরাই নয় তার সঙ্গে আরো বেশ কয়েক জন ইস্টবেঙ্গল ফুটবলারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার দ্বারস্থ হতে চলেছেন।

122372861432d509f758a98f62ca32d43e75939d74de0ee7e6b1ec8dd544c6cc96d4c7b2c

ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলারদের দাবি ইস্টবেঙ্গলের সাথে আমাদের 31 শে মে পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু তার আগেই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার সিইও সঞ্জিত সেন ইমেল করে আমাদের জানিয়ে দেন যে 30 শে এপ্রিল আমাদের সাথে তারা চুক্তি ভঙ্গ করতে চাই। সেই কারণে মে মাসের পারিশ্রমিক দেওয়া হয় নি আমাদের। সেই কারণে তারা এবার ফিফার দ্বারস্থ হতে চলেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর