তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রাস্তায় হাঙ্গামা, পুলিশ এসে পরিস্থিতি আনল নিয়ন্ত্রণে

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যেই ফের তৃণমূল কংগ্রেস (TMC) নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। বেলুড়ের (Belur) ভোটবাগান এলাকার তৃণমূল নেতা সংকটের দিনে গরীব মানুষদের পাশে দাঁড়ায়নি, এই অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ দেখা শুরু করে। লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই, ৫৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়ির সামনে শনিবার রাত ৯ টা নাগাদ চড়াও হন কয়েকশ এলাকাবাসী।

tmc 1111

সংকটের দিনে গরীব মানুষদের পাশে দাঁড়ায়নি রিয়াজ আহমেদ!
করোনা ভাইরাসের (COVID-19) জেরে লকডাউন চলছে দেশের সর্বত্র। এই সময় সমাজের গবির দুঃখী মানুষেরা প্রবল সংকটের মুখোমুখি। তাঁদের এই দুর্দশার দিনে এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা দুঃস্থ মানুষদের পাশে না দাঁড়াচ্ছে না, এই অভিযোগ করে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থনীয়রা বাসিন্দারা। এলাকায় উত্তেজনা ছড়াতে বেলুড় থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বহুবার বহু ঝামেলায় জড়িত আছে এই তৃণমূল নেতার নাম, অভিযোগ
এই ঘটনাই প্রথমবার নয়। এর আগেও বহুবার বহু অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রায় দেড় বছর আগে টোটো চালকদের দুই দলের সংঘর্ষ বাধলে, সেখানে গুলি চালানোরও অভিযোগ ওঠে। এই সংঘর্ষের মধ্যেও এই তৃণমূল নেতা জড়িত ছিল বলে, অভিযোগ উঠেছে।

tmc 2222

স্থানীয়রা আমার বিরুদ্ধে ইচ্ছাকৃত বিক্ষোভ দেখাচ্ছে
শনিবারের এই ঘটনার জেরে বেলুড়ের ওই তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্থানীয় কিছু মানুষ এই ক্ষিপ্ত জনতাকে তাঁর বিরুদ্ধে তাতিয়ে তুলেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর