বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, বিগত বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে, এবার নিশ্চিতভাবে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বাতিল হচ্ছে ডার্বি। জানিয়ে রাখি যে, আগামী ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) ব্রিগেডে সমাবেশের জন্য যুবভারতী স্টেডিয়ামে হবে না ISL (Indian Super League)-এর ফিরতি ডার্বি।
এদিকে, ওইদিন ছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাইভোল্টেজ ম্যাচ। যেটি এবার স্থগিত ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, শুক্রবার বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিয়ে ম্যাচ স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য যে, এবারের ডার্বির আয়োজক হল ইস্টবেঙ্গল।
তাই, তাদেরকে বিষয়টি জানিয়ে দিয়েছে পুলিশ। মূলত, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, শুক্রবার ইস্টবেঙ্গল কর্তাদের সাথে পুলিশের বৈঠক ছিল। সেখানে পুলিশের তরফে তার পরের দিন অর্থাৎ ১১ মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়রা পান নামমাত্র বেতন, রোহিতদের কাছে পাত্তা পাবেন না বাবরেরা
এমন পরিস্থিতিতে, ইস্টবেঙ্গলকে এফএসডিএল সিদ্ধান্ত জানাবে যে ১১ মার্চ ডার্বি আয়োজন সম্ভব হবে কিনা। এদিকে, খবর মিলেছে যে এফএসডিএলের তরফে ১০ মার্চ ভুবেনশ্বরে ডার্বি আয়োজন করার ব্যাপারে ইস্টবেঙ্গলকে বলা হয়েছে। তবে, ইস্টবেঙ্গল কর্তারা এই প্রসঙ্গে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এমতাবস্থায়, ১০ তারিখের পরিবর্তে ওই খেলা পুলিশের তরফে একদিন পিছিয়ে সোমবার অর্থাৎ ১১ তারিখ আয়োজনের কথা বলা হলেও ওই দিন ম্যাচ আয়োজনের সম্ভাবনা খুবই কম রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ, সূচি অনুযায়ী আগামী ১৩ মার্চ কেরালার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মোহনবাগানের। যার ফলে শেষ পর্যন্ত কবে কলকাতা ডার্বি হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে।