মহা-মোহন-বেঙ্গলের প্রধানদের যৌথ সাংবাদিক বৈঠক, হঠাৎ জরুরী তলব কেন?

আর জি করের ঘটনা নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে নিরাপত্তার কারণে বাতিল হয়েছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ। ম্যাচটি হওয়ার কথা ছিল সেক্টর ফাইভের স্টেডিয়ামে (Kolkata Football)। ইস্টমোহন সাপোর্টাররা ঠিক করেছিলেন এদিন স্টেডিয়ামে তাঁরা আর জি করের মামলার জন্য স্লোগান তুলবেন। তাঁদের স্লোগান হত, দুই গ্যালারির একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর। তবে, ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায়, এই ভাবে প্রতিবাদ জানাতে পারেনি তারা।

তাই সমর্থকরা ঠিক করেন ডার্বি দিনেই স্টেডিয়ামের বাইরে জমায়েত করার (Kolkata Football)। তবে, সেই জমায়েত আটকাতে সেখানে ১৪৪ ধরা জারি করে পুলিশ। তবে, তাতেও কেউ শোনেনি সেই কথা। মানেনি পুলিশের কথা। একসঙ্গে মিলিত হয়ে সাপোর্টাররা তিলোত্তমার বিচার চেয়েছে। লাঠির আঘা সহ্য করেও বলে গিয়েছে জাস্টিস চাই। জাস্টিস চাই। তারপরে এই দলে যোগ দেয় মহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য ও অনুরাগীরাও।

Kolkata Football

এরই মাঝে নিরাপত্তার কারণে বাতিল হয়েছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ (Kolkata Football)

বাংলার সবথেকে বড় তিন ক্লাবের একত্রিত হয়ে এই প্রতিবাদের গর্জন ছড়িয়ে পড়েছিল দুর দূরান্তে। বেশ কিছু সমর্থককে গ্রেফতারও করেছিল পুলিশ। এবার ঘটতে চলেছে আরও এক অবাক করা ঘটনা। মঙ্গলবার বিকেল ছটা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করতে চলেছে মহা মোহন বেঙ্গল ক্লাবের প্রধানরা। মোহনবাগানের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক রূপক সাহা আর মহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ইস্তিয়াক আহমেদ রাজু আয়োজন করছেন এই প্রেস কনফারেন্সটি।

এই বৈঠকে কী সম্পর্কে কথা বলা হবে, তা জানা যায়নি। তবে, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। অনুরাগীদের একাংশের মত আর জি করের নৃশংস ঘটনা নিয়েই কিছু ঘোষণা করতে পারেন তাঁরা। তবে কোন বিষয়ে ডাকা হয়েছে এই বৈঠক তা জন্য যায়নি এখনও।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর