আরও ১ মরশুম লাল হলুদেই থাকছেন ক্লিয়েটন! ‘ইস্টবেঙ্গলে থাকতে পেরে খুশি’, মন্তব্য তারকা খেলোয়াড়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমটাও গত দুই মরশুমের মতনই একেবারে বিশ্রী গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। গত দুই মরশুমে ক্লাব কর্তা বনাম ইনভেস্টরের যে দ্বন্দ্ব ছিল, সেটা এবার দেখা যায়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ঠিক করে দেওয়া ইনভেস্টর গোষ্ঠী, ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে জোট বেঁধে বেশ শান্তিপূর্ণভাবেই দল গঠন করা হয়েছিল এবং ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তাদের সেই নিয়ে কোন আপত্তি ছিল না। কিন্তু সাফল্য অধরা থেকে গেছে এইবারও।

ক্লাবের হতাশা জনক পারফরম্যান্স দেখার পর অনেক সমর্থকই মাঠ বয়কট করেছেন। অনেকেই দাবি করছেন যে অপদার্থ কর্মকর্তারা যতদিন না ইস্টবেঙ্গল ক্লাবের গদি ছাড়ছেন ততদিন তারা মাঠে গিয়ে নিজের প্রিয় দলকে সাপোর্ট করবেন না। এরই মধ্যে চলতে মরশুমে ডুরান্ড সহ মোট তিনটি কলকাতা ডার্বিতে হারের মুখ দেখতে হয়েছে লাল হলুদ সমর্থকদের। এরই মধ্যে সমর্থকদের একটি সুখবর দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের একমাত্র ফর্মে থাকা বিদেশি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লিয়েটন সিলভাকে (Cleiton Silva) আরও এক বছরের চুক্তিতে ক্লাবে রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। চলতি মরশুমে ২০ ম্যাচে ১২ গোল করে তিনি লিগপর্বের সর্বোচ্চ গোলদাতা। এই ভাঙাচোরা ইস্টবেঙ্গল দলকে নিয়েও তিনি নিজের কাজটা করে গিয়েছেন।

east bengal home win

 

ব্রাজিলিয়ান তারকাকে ইস্টবেঙ্গল সই করিয়েছিল তার গোল স্কোরিং ক্ষমতার জন্য। নিজের কাজটা সঠিকভাবে গোটা মরশুম জুড়ে করে গিয়েছেন ক্লিয়েটন। কিন্তু দলে নাওরেম মহেশ ছাড়া আক্রমণ ভাগে কেউই তাকে ধারাবাহিকভাবে সঙ্গ দিতে পারেননি। ফলে তিনি সফল হলেও ইস্টবেঙ্গল ক্লাব থেকে গেছে লিগ টেবিলের তলানিতে।

নিজেও ইস্টবেঙ্গল ক্লাবে আরো এক মরশুম থাকতে পেরে খুশি হয়েছেন ক্লিয়েটন। এক বছরের চুক্তি স্বাক্ষর করে তিনি জানিয়েছেন, “আগামী বছরটাও ইস্টবেঙ্গল এই কাটাবো এটা জানতে পেরে ভালো লাগছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে আমরা তবে তার মধ্যেও কয়েকটা ম্যাচে আমরা খুব উপভোগ করেছি। আশা করছি পরের বছর ভুল ত্রুটি গুলি শুধরে নিয়ে নিজেদের সেরাটা দিতে পারব।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর